#মালদহ: রবিবাসরীয় বাজারে আলু ও পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করল মালদা প্রশাসন। সরকারি উদ্যোগে ১৮ টাকা কেজি দরে আলু এবং ১৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হল এদিন। মালদা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোবাইল ভ্যান থেকে আলু ও পেঁয়াজ বিক্রি করে কৃষিজ বিপনন দপ্তর। বাজার মূল্যের থেকে কমদামে আলু এবং পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আলু ও পেঁয়াজ কেনেন ক্রেতারা।
রবিবার হওয়াই এদিন সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন বাজারগুলিতে কিছু বাড়তি ভিড় ছিল। মাছ ,মাংস ও সবজির পাশাপাশি অনেকেই ভিড় করেছিলেন আলু ও পেঁয়াজের দোকানে। কিন্তু, বিভিন্ন বাজার এলাকায় প্রশাসনের মোবাইল ভ্যান পৌছতেই বাজারের সাধারণ দোকান ছেড়ে আলু ও পেঁয়াজ কিনতে লোকজনের লম্বা লাইন পড়ে সরকারি বিক্রয় কেন্দ্রে। সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণের মধ্যে আলু ও পেঁয়াজ বিক্রি করেন মালদহের নিয়ন্ত্রিত বাজারের কর্মীরা। মালদহের বাজারে গত কয়েকদিন ধরেই আলুর দাম অনেকটাই বেড়েছে।
লকডাউনের প্রথম দিকে মালদহে আলু ১৪-১৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এই দাম ছুঁয়েছে কুড়ি টাকা। যোগান কম থাকার পাশাপাশি সমস্যা বাড়িয়েছে কালোবাজারি। এই অবস্থায় কালোবাজারি রুখতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে মালদহ প্রশাসন। আগামীতেও এভাবেই সস্তায় আলু পেঁয়াজ ইত্যাদি বিক্রির ব্যবস্থা করা হবে। এদিকে প্রশাসনের উদ্যোগে আলু, পেঁয়াজ কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। মালদহে বসেই নাসিকের পেঁয়াজ মাত্র ১৭ টাকা কেজি দরে পেয়ে সকলেই সন্তুষ্ট।
Sebak Deb Sarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Malda, Onion, Potato