মালদহ: পঞ্চায়েত ভোটের আগে বেআইনি অস্ত্রের রমরমা। মালদহের কালিয়াচকে মদের আসরে প্রকাশ্যে গুলি। ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক। মদের আসরে বচসার জেরে গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ জাহাঙ্গীর বিশ্বাস নামে এক যুবক। গালিগালাজের প্রতিবাদ করায় গুলি চালানো হয় বলে দাবি আক্রান্তের। মদের আসরে শামীম বিশ্বাস নামে এক যুবক গুলি চালায়। মালদহের কালিয়াচকের জালুয়াবাঁধাল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার ঘটনা। পরপর দুটি গুলি চালানো হয় বলে অভিযোগ। একটি গুলি পাঁজর ছুঁয়ে বেরিয়ে যায়। দ্বিতীয় গুলি লাগে জাহাঙ্গীরের পায়ের ওপরের অংশে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলাই লুটিয়ে পড়ে জাহাঙ্গীর। অচৈতন্য হয়ে পড়ে। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় সিলামপুর হাসপাতালে। পরে স্থানান্তর করা হয় মালদহে বেসরকারি হাসপাতালে।
ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত শামীম বিশ্বাস। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জাহাঙ্গীরের শরীরে গুলি লাগার পর উপস্থিত কয়েকজন তাড়া করলে অভিযুক্ত যুবক শামীম এলাকা ছেড়ে চম্পট দেয়। তার কাছে সেভেন এম এম এর মত কোনও আগ্নেয়স্ত ছিল বলেও অনুমান স্থানীয়দের। উল্লেখ্য, এরআগেও কালিয়াচকের জালূয়াবাঁধাল এলাকায় মাদক কারবার নিয়ে একাধিক গোষ্ঠীর মধ্যে বচসা, গণ্ডগোলের নজির রয়েছে। মদের আসরে কি নিয়ে বিবাদ, তা খতিয়ে দেখছে পুলিশ। সাধারণ বচসা নাকি মাদক বা অন্য কোনও কারবার নিয়ে গন্ডগোল বাঁধে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda