কধূপগুড়ি:পরীক্ষাকেন্দ্রে অসুস্থ ৩ পরীক্ষার্থী। পরীক্ষার সময় পেরিয়ে যেতে দেখে, স্ট্রেচারের অপেক্ষা না করে অসুস্থ ছাত্রীকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন পুলিশকর্মী।
জানা যায়, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিন পরীক্ষার্থী। তাদের ভর্তি করা হয়েছে ধূপগুড়ি হাসপাতালে। মঙ্গলবার পরীক্ষা চলাকালীন আচমকাই মামনি রায় নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পরেন। তার পরীক্ষার সেন্টার পড়েছিল আংরা ভাসা বংশীবদন হাই স্কুলে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই তার শারীরিক অসুস্থতা শুরু হয়, পেটের যন্ত্রণা থেকে শুরু করে মাথা যন্ত্রনা-সহ শ্বাসকষ্ট শুরু হয় বলে সূত্রের খবর। এদিন ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। এর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন নন্দিতা রায় ও গায়ত্রী রায় নামে আরও দুই ছাত্রী। তাদের দু'জনের পরিক্ষার সেন্টার পড়েছে গোসাইরহাট রাজামোহন হাই স্কুলে। সেন্টার ইনচার্জ দ্রুত তাঁদের দু'জনকে নিয়ে আসেন ধূপগুড়ি হাসপাতালে। বর্তমানে সেখানে ভর্তি করা হয়েছে তাদের। জানা যায়, অসুস্থ ছাত্রীরা তারা ধুপগুড়ি হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন।
অন্যদিকে, এদিন হাসপাতালে বসে জীবন বিজ্ঞানের পরিক্ষা দিলেন ছাত্রী। গল ব্লাডারে ষ্টোন হওয়ার কারণে হাসপাতালে বসে পরিক্ষা দিলেন কান্দি ধল্লাপাড়ার বাসিন্দা অঙ্কিতা কুন্ডু। কান্দি রাজ মনিন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা। গল ব্লাডারে ষ্টোন হওয়ায় অসহ্য যন্ত্রণা নিয়ে সোমবার সন্ধ্যায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন। কিন্তু শারীরিক অসুস্থতা অঙ্কিতাকে দমাতে পারেনি। মঙ্গলবার কান্দি মহকুমা হাসপাতালে বসেই জীবন বিজ্ঞানের পরিক্ষা দিলেন লড়াকু ছাত্রী। জানা যায়, অঙ্কিতার মাধ্যমিকের সিট পড়েছিল কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকরা সবরকমভাবে পাশে দাঁড়ান অঙ্কিতার।
রকি চৌধূরীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik 2023