কক#মালদহ: মাতৃ বিয়োগের শোক নিয়ে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বসল ইন্দ্রনীল কর্মকার। মায়ের মুখাগ্নি করে কুশ হাতে সোমবার পরীক্ষার হলে পৌঁছল মালদহ শহরের অক্রুমণি করোনেশন ইনস্টিটিউশনের মাধ্যমিক পরীক্ষার্থী ইন্দ্রনীল (Madhyamik 2022)। তার পাশে দাঁড়িয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ শিক্ষক-শিক্ষিকারা। ইন্দ্রনীলের মনের জোর বাড়াতে, সোমবার পরীক্ষার আগে তারসঙ্গে দেখা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (Madhyamik 2022)।
শনিবার মালদহ শহরের হিন্দি হাইস্কুলে বসে পরীক্ষা দিচ্ছিল অক্রুমণি করোনেশন ইনস্টিটিউশনের মাধ্যমিক পরীক্ষার্থী ইন্দ্রনীল কর্মকার। পরীক্ষা চলাকালীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত তার মা নবনীতা কর্মকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা সেইসময় দুঃসংবাদটি তাকে দেননি। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে মায়ের মৃত্যু সংবাদ পায় ইন্দ্রনীল। নিজের জীবনের প্রথম বড় পরীক্ষা চলাকালীন মাকে হারিয়ে শোকস্তব্ধ বছর ১৬-র ইন্দ্রনীল কর্মকার।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু ছাত্রীর!
ইন্দ্রনীলের বাবা চন্দ্রশেখর কর্মকার পেশায় একজন ব্যবসায়ী। মালদহর ইংরেজবাজার শহরের দেশবন্ধু পাড়ায় বাড়ি। মা নবনীতা কর্মকার বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ইন্দ্রনীলের মা নবনীতা কর্মকার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। ছেলের জীবনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবনীতা। অক্রুমণি করোনেশন ইনস্টিটিউশন-এর পড়ুয়া ইন্দ্রনীল মেধাবী ছাত্র, মেধার গুণে শিক্ষক-শিক্ষিকাদের প্রিয় ছাত্র। মাধ্যমিক চলাকালীন তার মায়ের অসুস্থ হওয়ার খবর হতাশ করে শিক্ষক-শিক্ষিকাদের, তখন থেকেই তাঁরা ইন্দ্রনীলের প্রতি সমস্তরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। রবিবার মায়ের শেষকৃত্য ছিল।
আরও পড়ুন: ডিমাপুর থেকে শিলিগুড়ি এলেন ৩ জন, সঙ্গে একটা ব্যাগ! যা মিলল তাতে, তুমুল শোরগোল
বাবা মায়ের একমাত্র সন্তান ইন্দ্রনীল। তাই তাকেই মায়ের মুখাগ্নি করতে হয়েছে। রবিবার দিন শোকের মধ্যেই কেটেছে তার। সোমবার সকালে বাবার হাত ধরে সেন্টারে পরীক্ষা দিতে আসে। মালদহ শহরের হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়, পরীক্ষা চলাকালীন তার যাতে কোনওরকম সমস্যা না হয়, সে ব্যবস্থা করা হয়েছিল স্কুলের পক্ষ থেকে। তবে ইন্দ্রনীল এদিন বন্ধুদের সঙ্গে নিজের সিটে বসেই পরীক্ষা দেয়।
Harashit Singha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik 2022