#রায়গঞ্জ: একে বাইক মিছিল। তায় মাথায় হেলমেট নেই। শিকেয় নির্বাচনী বিধি । সেফ ড্রাইভ, সেভ লাইফকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই আজ দিনভর রায়গঞ্জ চষে বেড়ালেন দিলীপ ঘোষ। রায়গঞ্জ পুরভোটের প্রচারে বিজেপি রাজ্য সভাপতির বাইকে সওয়ারি হলেন লকেট চট্টোপাধ্যায়েও। মাথা খালি দুই ভিআইপির-ই। হেলমেট আছে। তবে তা বাইকের পিছনের ক্লিপে আটকানো।
জয় রাইড নয়। পুর-প্রচার। রায়গঞ্জ পুরভোটের প্রচারে এভাবেই বুধবার শহর চষে বেড়ালেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। সকালে শুরুটা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি একাই। দলীয় এক সমর্থকের বাইক নিয়ে বেড়িয়ে পড়েন প্রচারে। নিজেই চালাচ্ছিলেন বাইক। তবে মাথায় হেলমেট ছিলনা। ছাব্বিশ নম্বর ওয়ার্ডের দেবীনগর থেকে প্রচার শুরু। ২৩, ২৫, ২৬ নম্বর ওয়ার্ডের অলি-গলি চষে ফেলেন দিলীপ ঘোষ। সঙ্গী পঁচিশ -ত্রিশজনের বাইক বাহিনী। সকলেই হেলমেটহীন।
দিলীপ ঘোষের বাইকে এবার সওয়ারি হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এক নম্বর ওয়ার্ডে হাই-ওয়ে ধরে তখন হু হু করে ছুটছে বাইক। বিজেপি সভাপতির চোখে রোদ-চশমা। হাওয়ায় উড়ছে লকেটের চুল। হাতে ধরা হেলমেট। দুজনের মাথাই ফাঁকা।
পথ-দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। জনপ্রতিনিধি থেকে অভিনেতা সবাইকেই এই প্রচার কর্মসূচির অংশ করা হয়েছে। এরপরেও বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদের এমন ঘটনায় সচেতনতা আদৌ কতটা বেড়েছে, তা নিয়েই প্রশ্ন তুলে দিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike rally, Helmet, Locket Chatterjee, Raigunj