#শিলিগুড়ি: রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউনে স্তব্ধই রইলো পাহাড় থেকে সমতল! না চলেছে উড়ান, না ট্রেন। রাস্তায় দেখা যায়নি সরকারি বা বেসরকারি যাত্রীবাহী বাস, সিটি অটো থেকে টোটো বা রিকশা। বন্ধ ছিল উত্তর-পূর্ব ভারতের সবচাইতে বড় আড়ত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট। বন্ধ ছিল দার্জিলিং ও কালিম্পং জেলার সব বাজার, হাট, মার্কেট। চারদিক ছিল একেবারে শুনশান। পাহাড়জুড়ে শুধুই নির্জনতা। লামাহাটা থেকে তাগদা, সেবক থেকে সিটং। গজলডোবা থেকে চিমনি, ডেলো থেকে মিরিক লেক। সবই ছিল এক্কেবারে শান্ত!
সেবক বা লাভা কান পাতলেই শোনা গিয়েছে ময়ূরের ডাক থেকে হাজার প্রজাতির নাম না জানা পাখির কলরব! পাহাড়ের আজ ঘুমই ভেঙেছে পাখির কলতানে। দিনভর ছিল মেঘ আর রোদের লুকোচুরি খেলা। দার্জিলিংয়ের ম্যাল থেকে কালিম্পংয়ের ডম্বরচক সর্বত্রই খাঁ খাঁ করছিল। খুব প্রয়োজন ছাড়া পাহাড়ে বাড়ির বাইরে কেউই বের হয়নি। জাতীয় সড়ক থেকে শহরে ছিল পুলিশি টহলদারি। বের হলেই পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। তেমনই সমতলের শিলিগুড়িও আজ ছিল ছুটির মেজাজে। পাড়ার অলি গলির দোকানের শাটারও আজ খোলেনি। বন্ধ ছিল পাড়ার ছোটোখাটো মুদির দোকানও। ছিল না পাড়ার মোড়ে মোড়ে আড্ডার চেনা ছবিও। শহরজুড়ে সকাল ৬টা থেকেই নাকা তল্লাশি শুরু করে পুলিশ। হাসমি চক থেকে বিবাদি বাগ, মহাত্মা গান্ধী মোড় থেকে পঞ্চানন বর্মা মোড় ছিল একেবারেই শুনশান। লকডাউনকে সফল করতে খুব একটা ঘাম ঝরাতে হয়নি পুলিশ কর্মীদের। দুপুরের পির থেকে প্রধাননগর থানা এলাকায় এক, দু'জায়গায় আড্ডার খবর পেতেই হানা দেয় সাদা পোশাকের পুলিশ। মাস্ক ছাড়াই চলছিল জমিয়ে আড্ডা। গ্রেপ্তার করা হয় একাধিক ব্যক্তিকে। লকডাউন বিধি ভাঙতেই আটক কিছু সংখ্যক টোটো এবং মোটর বাইক। পুলিশি জেরায় বাইরে বেরোনর সঠিক কারণ জানাতে না পারায় ঠিকানা হয়েছে লকআপ। কাল আবার লকডাউন। সকাল থেকেই শুরু হবে তল্লাশি।
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NorthBengal