• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • লকডাউন আরও বাড়ল শিলিগুড়িতে, জন সচেতনার অভাব, পুলিশ নিয়েছে কড়া ভূমিকা

লকডাউন আরও বাড়ল শিলিগুড়িতে, জন সচেতনার অভাব, পুলিশ নিয়েছে কড়া ভূমিকা

Photo- Representative

Photo- Representative

উত্তরবঙ্গেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ ৷

 • Share this:

  #শিলিগুড়ি: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজ্যে ফের নতুন ভাবে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ সপ্তাহে ২ দিন করে লকডাউনের নিয়ম জারি হয়েছে ৷ এছাড়া বিভিন্ন এলাকাতে আলাদা করে লকডাউন আরোপ করা হয়েছে ৷ উত্তরবঙ্গেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ ৷ তাই লকডাউন আলাদা করে লাগু করা হয়েছে ৷

  সেই  লকডাউন বাড়ল শিলিগুড়িতে৷ আরও ৭ দিন লকডাউন বাড়ানো হল ৷ তবে সংক্রমণ বাড়লেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের৷ এখনও মাস্ক ছাড়া ভিড় শিলিগুড়ির রাস্তায়৷  লকডাউন কড়াভাবে পালনে অতি সক্রিয় শিলিগুড়ি পুলিশ। ভিড় শহরের বিভিন্ন বাজারে। রাস্তায় উপেক্ষা করে মানুষ। চূড়ান্ত অসচেতনতার ছবি শিলিগুড়িতে। যেখানে লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানো হয়েছে। সেখানে হুঁশ ফিরছে না এক শ্রেণীর মানুষের। বুধবারও বহু গ্রেফতার  শহরজুড়ে! তবুও অসতর্ক পুলিশ৷

  এদিকে বর্ধমানে লকডাউনের মতো সেখানকার অন্য বড় শহর যেমন কালনা -কাটোয়াতেও লকডাউন চাইছেন স্থানীয় মানুষ ৷  কালনা কাটোয়া শহরেও একটানা সর্বক্ষণের লকডাউন হক, এমনটাই চাইছেন এই শহরের বাসিন্দারা। পূর্ব বর্ধমানের কালনা ও কাটোয়া শহরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লকডাউন চলছে। সেই লকডাউনের আওতায় আনা হয়েছে কাটোয়া লাগোয়া  দাঁইহাট শহরকে। বাসিন্দারা বলছেন,শুধুমাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত লকডাউনে খুব একটা সুরাহা মিলবে না।এই শহরগুলিতে সন্ধ্যার পর রাস্তায় ভিড় অনেকটাই কমে আসে। অন্যদিকে সন্ধের পর লকডাউন চালু হয়ে যাওয়ায় দিনের বেলায় শহরগুলিতে ব্যাপক ভিড় হচ্ছে। তাই তার থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সংক্রমণ থেকে বাসিন্দাদের রেহাই দিতে একটানা সাতদিন সবসময়ের লকডাউন করা উচিত বলে মনে করছেন অনেকেই।

  পূর্ব বর্ধমানের ভাগীরথী তীরবর্তী শহর কাটোয়ায় এখন বারোটি কন্টেইনমেন্ট জোনে লকডাউন চলছে। একইভাবে বেশ কয়েকটি জোনে লকডাউন চলছে কালনা পৌরসভা এলাকাতেও। কন্টেইনমেন্ট জোনের মধ্যে চলে আসায় কালনা আদালত ও মহকুমা  শাসকের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। কালনায়  সরকারি বাস ডিপোতে এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন সেখানকার অন্যান্য কর্মী, বাস চালকরা। তাই এই দুই শহর এলাকাতেই শুধুমাত্র সন্ধের পর লকডাউন না করে সর্বক্ষণের লকডাউন জরুরি বলে মনে করছেন এই শহরের সচেতন নাগরিকরা।

  Published by:Debalina Datta
  First published: