• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • নৃশংস! বিষ খাইয়ে পথকুকুরদের মারল স্থানীয়রা, তদন্তে পুলিশ

নৃশংস! বিষ খাইয়ে পথকুকুরদের মারল স্থানীয়রা, তদন্তে পুলিশ

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

 • Share this:

  #রায়গঞ্জ: দু’টি পথকুকুরের আস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রায়গঞ্জ থানার উদয়পুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলার পশুপ্রেমী সংগঠন। খবর পেয়ে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পশুপ্রেমী সংঠনের অভিযোগ, কুকুরগুলিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

  রায়গঞ্জ ব্লকের উদয়পুর এলাকায় আজ সকালে একটি কুকুরের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে আরও একটি কুকুরের মৃতদেহ উদ্ধার হয়। এলাকার বেশ কয়েকটি পথ কুকুর নিখোঁজ বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা রায়গঞ্জ পিউপিলস অ্যানিমেলস-এর সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্নজোড়া ফাঁড়ির পুলিশ। মৃত ওই দু’টি পথ কুকুরকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ পশু হাসপাতালে নিয়ে আসা হয়। পশুপ্রেমী সংগঠনের অভিযোগ, কুকুরগুলিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। মৃত কুকুরের পাশ থেকে বিষ জাতীয় কিছু উদ্ধার করা হয়েছে। সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। মৃত কুকুরগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই নিদৃষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হবে বলে পুলিশ জানিয়েছে।

  Published by:Simli Raha
  First published: