#ধূপগুড়ি: ধূপগুড়িতে গরুপাচারের সন্দেহে গণপিটুনি। ধূপগুড়ির শালবাড়িতে সন্দেহজনক ৪টি গাড়িকে আটকায় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পিকআপ ভ্যানে করে গরু পাচার করা হচ্ছিল।
৩ গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে বলেই অভিযোগ। পুলিশের সামনেই মারধর চলে । ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে র্যাফ।