#উত্তর দিনাজপুর: চোপড়া জবিরুদ্দিনকে নামে এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে মিলল আরও একটি দেশি পাইপগান।পুলিশ ধৃতের বিরুদ্ধে নতুন করে আগেয়াস্ত্র মামলা রজু করেছে।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,চোপড়া থানার পিয়াজপুর গ্রামের বাসিন্দা জবিরুদ্দিনকে পুলিশী হেফাজতে নেবার পর জিজ্ঞাসাবাদ করা হয়।পুলিশি জেরায় কথায় অসংলগ্ন থাকায় চোপড়া পুলিশ ধৃতব্যাক্তির বাড়িতে তল্লাশীিচালায়। বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি দেশী পাইপগান। চোপড়া থানার পুলিশ ধৃত জবিরুদ্দিনের বিরুদ্ধে নতুন করে আগ্নেয়াস্ত্র মামলা ঋজু করেছে চোপড়া থানার পুলিশ। কি কারনে আগ্নেয়াস্ত্রটি মজুত করেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।
Uttam Paul