#দক্ষিণ দিনাজপুর: ভোটার তালিকা সংশোধনে পর্যাপ্ত সরকারি আধিকারিক উপস্থিত না থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে উপভোক্তারা ক্ষুব্ধ হয়ে সরকারি কর্মীকে বেধড়ক মারধর করল।এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের কর্মী কৌশিক কর আহত হন৷ স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তিকেও মারধর করেছে যার নাম জারসালুম ইসলাম৷ তার বাড়ি সৈয়দপুর নয়াপাড়া এলাকায়।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক বিদ্যালয়ে ভোটার কার্ড সংশোধন করতে ভিড় জমান সৈয়দপুর ব্লকের গ্রামবাসীরা। এদিন সৈয়দপুর ১৭ টি বুথের ভোটার তালিকা সংশোধন করার দিন ছিল৷ সকাল থেকেই গ্রামবাসীরা বালিহারা প্রাথমিক বিদ্যালয়ে লাইন দেন৷ স্থানীয়দের অভিযোগ ১২ টার সময় চালু হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। ১৭ টি টেবিল করলেও সেখানে মাত্র আটজন সরকারি আধিকারিক ডিও ও বিএলওরা উপস্থিত হয়ে কাজ শুরু করেন। বাকি ফাঁকা টেবিলগুলিতে কাজ শুরু না হওয়ায় উপভোক্তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছু ক্ষুব্ধ উপভোক্তা স্কুলের ভেতরে ঢুকে ভাঙচুর চালান ও সরকারি কর্মীকে কাঠের চেয়ার দিয়ে মারধর করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
উপভোক্তারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পরেন৷ পরে ভোটার কার্ড সংশোধনের কাজ বন্ধ হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। ঘটনা স্থলে হরিরামপুর থানার পুলিস পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে৷ আহতদের উদ্ধার করে পুলিশ৷ তাদের হরিরামপুর হাসপাতালে পাঠানো হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Votes id, ভোটার কার্ড, লাইন