হোম /খবর /উত্তরবঙ্গ /
করোনা আতঙ্কের মধ্যেই এই গ্রামে ছড়াল বাঘের আতঙ্ক !

করোনা আতঙ্কের মধ্যেই এই গ্রামে ছড়াল বাঘের আতঙ্ক !

বাঘের আতঙ্কে দিন কাটছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কামার সম্বলপুর গ্রাম।

  • Last Updated :
  • Share this:

#রায়গঞ্জ: মরার উপর খাঁড়ার ঘা। এমনিতেই মানুষ করোনা ভাইরাসে মানুষ আতঙ্কিত। তার উপর এবার নতুন করে বাঘের আতঙ্কে আতঙ্কিত উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কামার সম্বলপুর গ্রাম।বাঘের খোঁজে ঘটনাস্থলে যান বনদফতরের কর্মীরা। জেলা বনাধিকারিক সুকুমার সরকার জানিয়েছেন, বনদফতরের কর্মীরা এলাকায় রয়েছেন।প্রাথমিকভাবে অবশ্য মনে করা হচ্ছে, শেয়ালের আক্রমণে গ্রামে গরু ছাগল,মোষ জখম হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোয়ালপোখর ব্লকের সম্বলপুর গ্রামে একটি বাড়িতে কোনও জন্তুর আক্রমণে ছাগল, গরু এবং একটি মোষ জখম হয়।  পায়ের ছাপ দেখে এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুরের বনকর্মীরা। পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশও। দীর্ঘক্ষণ সেখানে থাকার পরও বাঘের হদিশ মেলেনি। এরপর আরও একবার আবার সেখানে যান বনকর্মীরা। সাহাপুর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ ইলিয়াস  জানিয়েছেন,কোনও এক জন্তুর আক্রমণে ছাগল,গরু, মোষ জখম হয়েছে। কিন্তু সেই জন্তুর কোনও হদিশ পাওয়া যায় নি। বিষয়টি বিডিওকে জানানো হলে তিনি বনদফতরকে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। জেলা বনাধিকারিক সোমনাথ সরকার টেলিফোনে জানিয়েছেন, বাঘের কোনও চিহ্ন পাওয়া যায় নি। তবে অনুমান করা হচ্ছে জন্তুটি শেয়াল হতে পারে।বনকর্মীদের তিনি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Leopard, Lockdown