হোম /খবর /উত্তরবঙ্গ /
মর্মান্তিক দৃশ্য! যন্ত্রনায় ছটফট করছে চিতাবাঘ, কারণ ঘিরে ধোঁয়াশা

Leopard: মর্মান্তিক দৃশ্য! যন্ত্রনায় ছটফট করছে চিতাবাঘ, কারণ ঘিরে ধোঁয়াশা

যন্ত্রনায় ছটফট করছে চিতাবাঘ। প্রতীকী ছবি

যন্ত্রনায় ছটফট করছে চিতাবাঘ। প্রতীকী ছবি

Leopard: বিষক্রিয়ার জেরে চিতাবাঘ অসুস্থ কিনা, তা খতিয়ে দেখছে বন দফতর।

  • Share this:

মাদারিহাট: চা বাগানের ভেতর যন্ত্রনায় ছটফট করছে চিতাবাঘ। অসুস্থ সেই লেপার্ডকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছে বন দফতর। বিষক্রিয়ার জেরে চিতাবাঘ অসুস্থ কিনা, তা খতিয়ে দেখছে বন দফতর।

শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগান থেকে একটি অসুস্থ চিতা বাঘ উদ্ধার করেন জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।

জানা যায়, সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরা অসুস্থ চিতাবাঘটি চা বাগানের ২৩ নম্বর সেকশনের একটি নালার মধ্যে পড়ে থাকতে দেখতে পান। বাগান কর্তৃপক্ষ দলগাঁও রেঞ্জে খবর দেয়। দলগাঁও রেঞ্জের বন কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে অসুস্থ চিতাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুর্নবাসন কেন্দ্রে পাঠিয়ে দেন।

আরও পড়ুন, মহা বিপাকে শান্তনু, তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি

আরও পড়ুন, ডিএ ধর্না মঞ্চে বিধায়ক নওশাদকে ধাক্কা! ধৃত যুবক, নিন্দা করেও সন্দেহ কুণালের

তবে চিতা বাঘটি কীভাবে অসুস্থ হয়েছে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দলগাঁও রেঞ্জের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, বিন্নাগুড়ি স্কোয়ার্ডের কর্মীদের সহযোগিতায় জয় বীরপাড়া চা বাগান থেকে অসুস্থ একটি চিতা উদ্ধার করে চিকিৎসার জন্য দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পাঠান হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।রকি চৌধুরী

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Leopard