#বাগডোগরা: ফের খাঁচাবন্দি চিতাবাঘ। আজ সকালের, বাগডোগরার কাছে বেঙডুবি চা বাগানে বন দফরের পাতা খাঁচায় ধরা পড়ল লেপার্ড। গত কয়েক দিন ধরেই বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি। আতঙ্কে চাবাগানের কাজ শিকেয় ওঠে। বনদফতরের কর্মীরা চিতাবাঘ ধরতে খাঁচা পাতে, তাতেই আজ সকালে ধরা পড়ে চিতাবাঘ।
মাদারিহাটেও ধুমচিপাড়া চাবাগানে বনদফতরের কর্মীদের পাতা ফাঁদে খাঁচাবন্দি আরেকটি চিতাবাঘ। তবে স্থানীয় চা বাগানের শ্রমিকদের দাবি, দুটো চিতাবাঘ ধরা পড়লেও আরও বেশ কয়েকটি চিতাবাঘ এখনও অধরা। তাদের ধরার জন্য বনদফতরের তরফে বিভিন্ন চা বাগানে খাঁচা পাতা রয়েছে।