corona virus btn
corona virus btn
Loading

টানা বৃষ্টি চলায় ধসে বেহাল অবস্থা উত্তরবঙ্গের ! রাস্তা সারাতে যুদ্ধকালীন তৎপরতা

টানা বৃষ্টি চলায় ধসে বেহাল অবস্থা উত্তরবঙ্গের ! রাস্তা সারাতে যুদ্ধকালীন তৎপরতা
photo source collected
  • Share this:

 #ডুয়ার্স: এই সময়টায় ভুলেও পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা ভাববেন না। বিশেষকরে উত্তরবঙ্গে। বৃষ্টি থামার নাম নেই উত্তরবঙ্গে। তিন-চারদিন ধরে টানা বৃষ্টি চলায় ধসে বেহাল অবস্থা দশ নম্বর জাতীয় সড়কের। রংপুর ভোটেভির, কালীঝোরা, সেতি ঝোরা ও ঊনত্রিশ মাইলে ধসের প্রভাব সবথেকে বেশি। ধসের জন্য ব্যাহত যান চলাচল। রাস্তা সারাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

এদিকে বুধবার ভোর থেকেই ডুয়ার্সের সর্বত্র বৃষ্টি শুরু হয়। জল জমে যায় ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে। যদিও দুপুরের পর জল নেমে যাওয়ায় স্বস্তি ফেরে বাসিন্দাদের। জল জমে একত্রিশ নম্বর জাতীয় সড়কের দু’পাশেও। টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক ধস নামে। একেবারেই বেহাল অবস্থা এখন উত্তরবঙ্গের।

First published: July 10, 2019, 11:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर