#রায়গঞ্জ: জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল রায়গঞ্জ ও ইটাহার থানার সীমান্তবর্তী এলাকা হাতিয়ায় গ্রামে।
জমি দখল করা নিয়েই সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, এক পক্ষ বহিরাগত কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে বোমাবাজি শুরু করে।বেশ কয়েকটি বোমা ফটলেও একটি বোমা ফাটেনি।
এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট।স্কুল পড়ুয়াদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় রায়গঞ্জ ও ইটাহার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।গ্রামবাসীদের সঙ্গে কথা বলে শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।