জলপাইগুড়ি : ভালবাসার উপাখ্যানে "রোমিও জুলিয়েট" এক অনন্য নাম। তাদের ভালবাসায় ছিলো না কোনও খাদ। তাই খুব সহজে দ্বিতীয় রোমিও জুলিয়েট আর কোনও যুগলকেই আজকাল আর বলা চলে না।
কিন্তু হ্যাঁ, এই যুগেও রোমিও জুলিয়েটের মতো নিখাদ প্রেম যে বিরাজ করে, সেই প্রমাণ দিল জলপাইগুড়ির প্রতিবন্ধী দম্পতির প্রেম কাহিনী। একে অপরের প্রতি ভালবাসার বন্ধনে আবদ্ধ থাকতে দেখে এলাকার মানুষ তাদের রোমিও জুলিয়েট বলে ডাকেন।
আরও পড়ুন- চালককে মাদক খাইয়ে বেহুঁশ, ছিনতাই...টোটো পাচার চক্রের চাঁই গ্রেফতার মালদহে
জলপাইগুড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পাণ্ডাপাড়া বউবাজার হলদিবাড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা এই দম্পতির নাম কৃষ্ণ রায় ও রুমকি রায়।
শারীরিক দিক দিয়ে দুজনেই চলাফেরায় অক্ষম। অত্যন্ত দরিদ্র পরিবার। রাস্তার পাশে ছয় ফুট বাই দশ ফুটের এক চিলতে ঘরের মধ্যেই তাদের ছোট্ট সংসার। বিয়ে হয়েছে সাড়ে তিন বছর আগে। ভালবাসায় এতটুকুও কমতি নেই তাদের। দিনভর একে অপরকে দেখভাল করে দিন গুজরান করেন তাঁরা।
জন্ম থেকেই কৃষ্ণ রায়ের দুই পা দুই হাত অকেজো। তাই স্নান করে দেওয়া থেকে খাইয়ে দেওয়া সহ তাঁর সমস্ত দায়িত্ব হাসিমুখে পালন করেন স্ত্রী রুমকি। কোমরের নিচ থেকে তাঁর নিজেরও শরীর অকেজো। তা সত্ত্বেও নিজের ভালবাসার মানুষটিকেও সবসময় আগলে রাখার চেষ্টা করেন কৃষ্ণ।
রাস্তার পাশে থাকা ছোট্ট ঘরের সামনেই রয়েছে জলপাইগুড়ি-হলদিবাড়ি বাসস্ট্যান্ড। সেখানেই টিনের- চালা ঘরের সামনে লটারি টিকিট বিক্রি করেন। তবে আর্থিক অবস্থার দিক দিয়ে তাঁরা নিঃস্ব। খানিক সহায়তা কিংবা কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে তাঁদের।
আরও পড়ুন- রাজ্যে ঘটছে অদ্ভূত চুরি, হাপিশ হয়ে যাচ্ছে টোটো! মালদহে ঘটল বড় ঘটনা
এ বিষয়ে সেই দম্পতি জানান, একটু আর্থিক সহায়তা পেলে এভাবেই তাঁরা একে অপরের প্রেমের বন্ধনে জড়িয়ে বেঁচে থাকতে চান সারাজীবন। আজও যে এইরকম প্রেম বেঁচে রয়েছে তা সত্যিই হৃদয় স্পর্শ করে।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri