#কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পাকা রাস্তার দাবিতে টায়ার জ্বালিয়ে হেমবাজার মোড়ে রাধিকাপুর কালিয়াগঞ্জ রাস্তা অবরোধ করেছে গ্রামবাসীরা।ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ পৌছে পুলিশ রাস্তা তৈরীর আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয় নি। জানা গেছে কালিয়াগঞ্জ থানার হেমবাজার থেকে চোপড়া জোতজামাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভায়া পূর্বরামপুর ধনিপুকুর এস এস কে পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ পাঁঁচ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহ পাকা রাস্তা তৈরী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েও তপনবাবু সেই রাস্তা তৈরির কোন উদ্যোগ গ্রহন করেননি। গত দূর্গাপূজার আগে এই রাস্তা তৈরীর দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন।সেই সময়ও বিধায়ক তপন দেবসিংহ আন্দোলনকারিদের কাছে পৌছে রাস্তা তৈরীর আশ্বাস দিয়েছিলেন। কয়েকমাস কেটে যাবার পরও সেই তিন কিলোমিটার রাস্তা তৈরী না হওয়ায় আজ সকাল থেকে হেমবাজার মোড়ে রাধিকাপুর কালিয়াগঞ্জ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং কালিয়াগঞ্জের বিডিও। পুলিশ এবং ব্লক প্রশাসনের তরফ থেকে রাস্তা তৈরীর আশ্বাস দেওয়া হলেও তাতে আন্দোলনকারিদের চিড়া ভেজে নি। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌছে রাস্তা তৈরীর আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন।বাপ্পা চৌধুরী নামে এক আন্দোলনকারি জানালেন, এই পথ দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে।বর্ষার সময় পায়ে হেটে যাওয়াও প্রচন্ড দুস্কর হয়ে পড়ে। গর্ভবতি মায়েরা এই পথ দিয়ে যেতেই পারেন না। বিধানসভা উপনির্বাচনের সময় তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দেবসিংহকে তাদের সমস্যার কথা তুলে ধরেছিলেন। তপনবাবু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতে তিনি এই বেহাল রাস্তা পাকা রাস্তা করে দেবেন।নির্বাচনে জয়ী হবার কয়েকমাস কেটে যাবার পরও রাস্তার উন্নতি না হওয়ায় পূজার আগে তারা এখানেই রাস্তা অবরোধ করেছিলেন। তখনও বিধায়ক আন্দোলনকারিদের কাছে পৌছে নতুন করে কাগজপত্র নিয়েছিলেন। ডি এম অফিস,বি ডি ও অফিসে যোগাযোগ করেও রাস্তা নিয়ে জেলা প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করার কারনে আজ আবার তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে।জেলা শাসক তাদের কাছে এসে রাস্তা তৈরীর প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছে।বিধায়কের এই মিথ্যা প্রতিশ্রুতি কোনভাবেই মেনে নেবেন না বলে বাপ্পাবাবু জানিয়ে দিয়েছেন। দীর্ঘক্ষন কালিয়াগঞ্জ রাধিকাপুর রাস্তা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েন ওই এলাকার মানুষজন।