Kali Puja 2024: বাজেট ৫১ লক্ষ টাকা! কালীপুজোয় এবার বিশাল চমক শিলিগুড়ির তরুণ সংঘের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kali Puja 2024: কালীপুজোয় শিলিগুড়ির তরুণ সংঘ প্রতিবছর নিত্যনতুন থিমের আদলে পুজো মণ্ডপ তৈরি করে শহরবাসীর নজর কাড়ে।
শিলিগুড়ি: কালীপুজোয় শিলিগুড়ির তরুণ সংঘ প্রতিবছর নিত্যনতুন থিমের আদলে পুজো মণ্ডপ তৈরি করে শহরবাসীর নজর কাড়ে। প্রচুর মানুষের ভিড় হয় তাদের পুজোয়। এবছর ৭০ তম বর্ষে তাদের থিম কর্ণাটকের বেলুড়ে অবস্থিত বিষ্ণু মন্দির। এই বিষ্ণুমন্দির দেখতেই ভীড় করছেন শহরবাসী। এছাড়াও প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। বিষ্ণু রূপে এখানে মায়ের দর্শন পাবেন সকলে। এখানে মা কালীর মুখটা অবিকল জগন্নাথের মতো দেখতে। পুজো উদ্যোক্তাদের কথায় তারা প্রতিবছরই নতুন কিছু পরিকল্পনা করে থাকেন বছরও শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে আশাবাদী তারা।
প্রসঙ্গত, বেলুড় চন্নাকেশব বিষ্ণু মন্দির-বেলুর হাসান কর্ণাটক এক সময়ে বিজয়নারায়ণ মন্দির নামে পরিচিত ছিল। মন্দিরটি বেলুড়ে ইয়াগাছি নদীর তীরে অবস্থিত। রাজা বিষ্ণু বর্ধন ১১১৭ খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। ৯০৭ বছরের পুরোনো এই মন্দির দেখতে এখন ভিড় করছে শহরবাসী। বরাবরই শিলিগুড়ির সেরা পুজোর তালিকায় নিজেদের জায়গা করে নেয় তরুণ সংঘের শ্যামা পুজো । এবছরও তার কোন বিকল্প নেই। তরুণ সংঘ ক্লাবের পূজা উদ্যোক্তাদের আশা প্রতিবছরের মতো এবছরও প্রচুর মানুষের ঢল নামবে এই পুজো প্রাঙ্গণে।
advertisement
advertisement
তরুণ সংঘের অন্যতম সদস্য, উত্তম সিনহা বলেন, ” আমরা বরাবরই শহরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। এ বছরও তাই শহরবাসির জন্য কর্নাটকের বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছে। ৫১ লক্ষ টাকা বাজেট রয়েছে আমদের পুজোর।” উদ্বোধনের দিনই প্রচুর দর্শনার্থীদের আগমন লক্ষ্য করা গেছে তাদের পুজোয় । এছাড়াও তিনি বলেন, ” বয়স্কদের জন্য পুজো দেখার আলাদা নির্দিষ্ট লাইন থাকবে। প্রায় ৫০ জনের ওপর ক্লাবের ভলেন্টিয়ার থাকবে। এছাড়াও পুলিশ প্রশাসন তথা শিলিগুড়ি পুরনিগম সমস্ত রকম সহযোগিতা করছে।” সবমিলিয়ে এবার তরুণ সংঘের পুজো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 31, 2024 4:45 PM IST
