corona virus btn
corona virus btn
Loading

দেশে চলছে উৎসব, সীমান্তে পাক গুলিতে ঝাঁঝরা ছেলে, লক্ষ্মী পুজোয় ঘরে এল শহীদ জওয়ানের নিথর দেহ

দেশে চলছে উৎসব, সীমান্তে পাক গুলিতে ঝাঁঝরা ছেলে, লক্ষ্মী পুজোয় ঘরে এল শহীদ জওয়ানের নিথর দেহ

চারপাশে যখন উৎসবের আনন্দ, তখন বাগডোগরার পানিঘাটা রোডের এই বাড়িতে শোকের আর্তনাদ।

  • Share this:

#শিলিগুড়ি: পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। নৌসেরা সেক্টরে গুলিবিদ্ধ বাগডোগরার বাসিন্দা রাষ্ট্রীয় রাইফেলসের নায়েক সুভাষ থাপা। নভেম্বরে বাড়ি ফেরার কথা ছিল। রবিবার ফিরবে কফিনবন্দি দেহ। চারপাশে যখন উৎসবের আনন্দ, তখন বাগডোগরার পানিঘাটা রোডের এই বাড়িতে শোকের আর্তনাদ। সীমান্তে পাক সেনার গুলিতে ঝাঁঝরা হয়েছে ছেলের শরীর। ফিরে আসছে কফিনবন্দি দেহ। মাত্র ২৫ বছর বয়সে এভাবে ছেলের মৃত্যু যন্ত্রণা মানতে পারছেন না পরিবার। সুভাষ থাপা ২০১১ সালে সেনাবাহিনীতে যোগ দেন ৷ প্রথম থেকে সুভাষ জম্মু-কাশ্মীরে কর্মরত ৷ শুক্রবার ভোরে নৌসেরা সেক্টরে পাক সেনার গুলি ৷ উধমপুরের সেনা হাসপাতালে গুলিবিদ্ধ সুভাষ থাপার মৃত্যু ৷

জুলাই মাসে শেষ বাড়ি এসেছিল। নভেম্বরে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল পরিবার। ছেলে ফিরছে। কিন্তু, কফিনবন্দি হয়ে। সুভাষের পরিণতি মানতে পারছেন না এলাকাবাসী। ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ সুভাষের মা পদ্মা থাপা বাগডোগরা হাসপাতালে ভরতি। শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করেন স্থানী বিধায়ক শংকর মালাকার। রবিবার পৌঁছবে শহিদ সুভাষ থাপার কফিনবন্দি দেহ।

First published: October 13, 2019, 6:27 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर