Home /News /north-bengal /

নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী জওয়ান

নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী জওয়ান

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

 • Share this:

  #কালচিনি: আত্মহত‍্যা করলেন এস এস বি জওয়ান । ডিউটি চলাকালীন নিজের বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন এস এস বি ৫৩ ব‍্যাটালিয়ানের নয়াবস্তি ক‍্যাম্প এর এক জওয়ান ৷ জানা গিয়েছে ওই জওয়ানের নাম দীনেশ কুমার ৷ বয়স ২৯ বছর ৷

  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনায় তদন্তে নেমেছে এস.এস.বি আধিকারিক ও কালচিনি পুলিশ । গতকাল শনিবার সন্ধ‍্যায় ডিউটিরত অবস্থায় কালচিনির রায়মাটাং নয়াবস্তি ক‍্যাম্পে তিনি নিজের মাথায় বন্দুক দিয়ে গুলি চালান । আওয়াজ শুনে অন‍্যান‍্য জওয়ানরা দৌড়ে আসে এবং দেখে রক্তাক্ত দেহ দীনেশ কুমারের ।

  তারপর তাঁর মৃতদেহ কালচিনি থানায়  নিয়ে আসা হয়। তদন্তে নেমেছে কালচিনি পুলিশ ও এস এস বি১৭ ব‍্যাটালিয়ানের কমাণ্ডেণ্ট বি.এম.রাও। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য উত্তরবঙ্গ ম‍্যাডিক‍্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ৷

  First published:

  Tags: Jawan, Kalchini, Suicide

  পরবর্তী খবর