Home /News /north-bengal /
Jalpaiguri: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ খোদ শিক্ষকের বিরুদ্ধে, উত্তাল জলপাইগুড়ির মেটেলি

Jalpaiguri: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ খোদ শিক্ষকের বিরুদ্ধে, উত্তাল জলপাইগুড়ির মেটেলি

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

শনিবার মেটেলি ব্লকের এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে

 • Share this:

  #জলপাইগুড়ি: শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, উত্তাল মেটেলি, পালাতক অভিযুক্ত শিক্ষক। জানা যায়, শনিবার মেটেলি ব্লকের এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।

  ঘটনাটি ঘটেছে মেটেলি এলাকার এক হিন্দি ভাষার উচ্চ বিদ্যালয়ে। আশপাশের চা বাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে।অভিযোগ, শুক্রবার বিকাশ সিং নামে ওই স্কুলের এক শিক্ষক নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। প্রাথমিক ভাবে ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক রমেশ সিং-এর কাছে অভিযোগ জানায়। পরে ছাত্রীর অবিভাবকেরা এলে প্রধান শিক্ষক বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ওই ছাত্রীকে টিসি দেওয়ার কথাও জানান বলে অভিযোগ। যদিও স্কুলের প্রধান শিক্ষক রমেশ সিং ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, '' শ্লীলতাহানির বিষয়ে কোনও লিখিত অভিযোগ ছিল না। শনিবার এই বিষয়ে এক আলোচনা সভার কথা বলা হয়েছিল। কিন্তু, আজ সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়।''

  আরও পড়ুন: গোটা সরকারি পোস্ট অফিস তুলে বাড়ি নিয়ে গেলেন পোস্ট মাস্টার! জানলে অবাক হবেন

  আরও পড়ুন: সেনাবাহিনীতে চাকরির প্রলোভন, গ্রেফতার ২, উদ্ধার একাধিক ভুয়ো নথি

  শনিবার ছাত্রীর শ্লীলতাহানির খবর জানাজানি হতেই স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। দফায় দফায় স্কুলে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানো হয় থানায়। পরে ওই ছাত্রীর মা মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, '' অভিযুক্ত শিক্ষক আগেও এমন 'কুকির্তী' করেছে। আমরা উপযুক্ত শান্তি চাই।''

  ঘটনাস্থলে ছুটে যান আইএনটিইউসি-র জেলা সভাপতি রাজেশ লাকরা। তিনি বলেন, '' এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে, তার ব্যবস্থা করতে হবে"। মেটেলি থানার আইসি নিলাম সঞ্জীব কুজুর বলেন, '' অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে"।

  Rocky Choudhury
  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Jalpaiguri

  পরবর্তী খবর