হোম /খবর /উত্তরবঙ্গ /
জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে

Jalpaiguri Station: বিশ্বমানের মাল্টি-মোডাল ট্রান্সপোর্টেশন হাব স্থাপন করাই লক্ষ্য, জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে 

জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে 

জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের কাজ চলছে দ্রুতগতিতে 

নয়া স্টেশন দেখতে হবে বিমানবন্দরের ধাঁচে। 

  • Share this:

আবীর ঘোষাল, জলপাইগুড়ি: রেল স্টেশনের উন্নয়নের জন্য রেল মন্ত্রক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অধীনে ভারতীয় রেলের স্টেশনগুলিকে উন্নয়ন/আধুনিকভাবে গড়ে তোলার পরিকল্পনা প্রস্তুত করেছে।

চিহ্নিত ২০৪টি স্টেশনের মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনও অন্তর্ভুক্ত রয়েছে। উন্নত, অতিরিক্ত ও বর্ধিত যাত্রী সুযোগ-সুবিধার জন্য বিশ্বমানের পর্যায়ে গড়ে তোলা হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে। উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিকল্পনা অনুযায়ী সিভিল কনস্ট্রাকশন যাতে শুরু করা যায় তার জন্য স্থান তৈরি করতে সামনের দিকের রিটেইল এরিয়া ও মূল স্টেশন বিল্ডিংয়ের অফিস ইত্যাদি-সহ পুরনো পরিকাঠামো ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- আজও রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ! আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, জেনে নিন

অ্যারাইভাল ১ টার্মিনাল ভিত্তির কাজ জোর গতিতে এগিয়ে চলেছে। অ্যারাইভাল ২ এবং ডিপার্চার টার্মিনালের কাজও দ্রুত শুরু হবে। ইউটিএস কাম পিআরএস কাউন্টার রেলওয়ে ইলেকট্রিফিকেশন-এর রেস্ট হাউসের কাছে রামনগর কলোনি রোডের একটি নতুন স্থানে স্থানান্তরিত করা হয়েছে। আপগ্রেডেশনের কাজের অগ্রগতির পাশাপাশি বিদ্যমান পার্কিং এরিয়া, পার্সেল ও আরএমএস অফিসও নতুন স্থানে স্থানান্তর করা হবে।যাত্রীদের বিমানবন্দরের মতো অনুভূতি ও আরাম প্রদানের লক্ষ্যে স্টেশনটির জন্য বৃহৎ আকৃতির কভার পার্কিং এরিয়া, ২৪X৭ পাওয়ার ব্যাকআপ, পানীয় জল, এয়ার-কন্ডিশনড লবি, অফিস, দোকান, দ্রুতগতির এসকেলেটর, লিফট, এয়ার কনকোর্স, হোটেল ইত্যাদির মতো অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

আরও পড়ুন- রাশিফল ১৭ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন

আগমন ও প্রস্থানরত যাত্রীদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থা থাকবে। উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হওয়ার পর বর্তমানে দিন প্রতি ৩৬ হাজার যাত্রী সমাবেশ থেকে দিন প্রতি সত্তর হাজারেও অধিক যাত্রী সমাবেশ নিয়ন্ত্রণ করার জন্য স্টেশনটি তৈরি হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনের সামগ্রিক উন্নয়নমূলক কাজের আনুমানিক ব্যয় ৩৩৪.৭২ কোটি টাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন হল উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্যতম বৃহৎ ও ব্যস্ত একটি রেলওয়ে স্টেশন, যা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কাজ করে চলেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নের ফলে উত্তর বঙ্গের পাশাপাশি সিকিমের ভ্রমণ, পর্যটন-সহ স্থানীয় অর্থনীতির বিভিন্ন খণ্ডের উন্নয়নে সহায়ক হবে। ২০২৫ সালের মধ্যে এই উন্নয়ন প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Jalpaiguri, Jalpaiguri News