• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • Dooars Ghost: সাদা থান, হাতে শাঁখা! ডুয়ার্সের জঙ্গলে ভূতকে জাপ্টে ধরলেন মহিলা পর্যটক, কী হল তার পর?

Dooars Ghost: সাদা থান, হাতে শাঁখা! ডুয়ার্সের জঙ্গলে ভূতকে জাপ্টে ধরলেন মহিলা পর্যটক, কী হল তার পর?

ধরা পড়ল জ্যান্ত ভূত!

ধরা পড়ল জ্যান্ত ভূত!

সাদা থান পরা ভূতের অদ্ভুত আচরণে সন্দেহ হয় গাড়িতে থাকা এক মহিলা পর্যটকের৷ ততক্ষণে গাড়ির বনেটে উপর তাণ্ডব শুরু করেছে সেই ভূত (Dooars Ghost)৷

 • Share this:

  #ডুয়ার্স: ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় সাড়ে দশটা৷ গরুমারা জাতীয় উদ্যান চিড়ে চলে যাওয়া ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে ডুয়ার্স থেকে লাটাগুড়ির দিকে ফিরছিলেন একদল পর্যটক৷ অন্ধকার, শুনসান রাস্তায় হঠাৎই গাড়ির সামনে চলে এল সাদা থান পরা এক মহিলা৷ অথচ তার হাতে ছিল শাঁখা৷

  রাস্তার মাঝখানে এ হেন মহিলাকে দেখে পর্যটকদের গাড়িগুলি থামতে বাধ্য হয়৷ জঙ্গলের মধ্যে সাক্ষাৎ ভূতের দর্শন পেয়ে তখন গাড়ির মধ্যে বসেই কাঁপছেন কয়েকজন পর্যটক৷ তার উপর যে মহাকাল নামে যে এলাকায় এই ঘটনা ঘটে, সেখানে মাঝেমধ্যেই ভূতের দেখা মেলে বলেও শোনা যায়৷ কারণ ওই জায়গাতেই হাতির আক্রমণ এবং দুর্ঘটনায় অতীতে বেশ কয়েকজনের অপমৃত্যু হয়েছে৷ সবমিলিয়ে গাড়িতে থাকা পর্যটকদেক গলা শুকিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম৷

  কিন্তু সাদা থান পরা ভূতের অদ্ভুত আচরণে সন্দেহ হয় গাড়িতে থাকা এক মহিলা পর্যটকের৷ ততক্ষণে গাড়ির বনেটে উপর তাণ্ডব শুরু করেছে সেই ভূত৷ সাহস করে গাড়ি থেকে নেমে সাদা থান পরা ভূতকে জাপ্টে ধরেন ওই পর্যটক৷ তখনই বোঝা যায়, সাদা থান পরে এক মহিলা আসলে পর্যটকদের ভয় দেখাতে চাইছিল৷

  ধরা পড়েই সাদা থান পরা ওই মহিলা দাবি করে, তার সঙ্গে আরও আট জন রয়েছে৷ তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে বলেও দাবি ভূত সাজা ওই মহিলা৷ গাড়ি থেকে নেমে এসে বাকি পর্যটকরা খোঁজাখুজি করলেও জঙ্গলে কারও দেখা মেলেনি৷ পর্যটকদের চিৎকার, চেঁচামেচিতে ততক্ষণে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারাও বেরিয়ে আসেন৷ পর্যটকদের অনুমান, ভয় দেখিয়ে ছিনতাই করার উদ্দেশ্যেই আসলে ফাঁদ পাতা হয়েছিল৷

  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ৷ যদিও ভূত সেজে ভয় দেখানো ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি৷ তার সঙ্গে আর কারা ছিল, তাও এখনও স্পষ্ট নয়৷ ধরা পড়ার পর থেকেই ওই মহিলা অসংলগ্ন কথা বলছে বলে পুলিশ সূত্রে খবর৷

  ডুয়ার্স থেকে ওই পর্যটকদের দলটি জলপাইগুড়ির দিকে ফিরছিল বলে খবর৷ ভূতের ভয় দেখিয়ে পর্যটকদের থেকে ছিনতাই করার এই চক্রের পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷

  Rocky Chowdhury
  Published by:Debamoy Ghosh
  First published: