হোম /খবর /উত্তরবঙ্গ /
রাণু মণ্ডলের পর ভাইরাল সুমন মুন্ডা, চা শ্রমিকের ছেলের গান-ই কাঁপাচ্ছে নেটদুনিয়া

Jalpaiguri News: রাণু মণ্ডলের পর ভাইরাল সুমন মুন্ডা, চা শ্রমিকের ছেলের গান-ই কাঁপাচ্ছে নেটদুনিয়া

X
ভাইরাল [object Object]

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের শ্রমিকের ছেলে সুমন মুন্ডার গান এখন নয়া সেনশেসন

  • Share this:

    জলপাইগুড়ি: স্থির লক্ষ্য, জেদ, আর ইচ্ছে থাকলে স্বপ্ন পূরণ হবেই...স্বপ্নই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে নিয়ে যায় ! না লড়ে হার মানলে মানুষকে ব্যর্থতার ব্যাথা বুকে বয়ে নিয়েই চলতে হয় সারা জীবন । স্বপ্ন পূরণের তাগিদ আর চেষ্টা থাকলে একদিন স্বপ্ন সাফল্য অর্জন করবেই। যেমন  জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের শ্রমিকের ছেলে সুমন মুন্ডার লড়াকু জীবন কাহিনি!

    রোজ সকাল সাতটার ঘণ্টা বাজলে আর দশটা লেবার শ্রমিকের সঙ্গে দলবদ্ধ হয়ে সুমনের মা-বাবাও চলে যান বাগানের কাজে। হাজার হোক, ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে তো..! ছেলের ইচ্ছে সে মিউজিক ডিরেক্টর হবে। সুন্দর সুন্দর গানের স্ক্রিপ্ট তৈরি করবে, গান লিখবে, গান গাইবে...! কিন্তু ইচ্ছে থাকলেও পরিস্থিতি সবসময় সঙ্গ দেয় না। কী করে গ্ল্যামার দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করবে? প্রশ্ন ছিল হাজার, বাঁধা ছিল প্রচুর। কিন্তু স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছেশক্তির কাছে হার মানতে সব প্রতিবন্ধকতাকে। নেট দুনিয়ার হাত ধরেই অবশেষে বাস্তবায়িত হল সুমনের স্বপ্ন । তাঁর লেখা ও গাওয়া একটি গান এখন ভাইরাল। সুমন বিভিন্ন ভাষায় গান করেন। তার নাগপুরি ভাষায় গাওয়া একটি গান এখন নেট দুনিয়া কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে।

    গানের মধ্য দিয়ে শহর জলপাইগুড়ির ঐতিহ্যকে তুলে ধরেছেন সুমন। তাঁর ভাষায়, '' ছোটবেলা থেকেই গান ভাললাগে, নিজে গান বানাতে আগ্রহী। পরিবার বহু কষ্ট করে আমাকে সাহায্য করেছে, এখনও করে চলেছে। আমি নিজেই এডিটিং করি। ভাইরাল হওয়া গানটি বানাতে আমায় সাহায্য করেছে এক বন্ধু। ভিডিওতে যাঁরা নেচেছেন, তাঁরা ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায়ের মানুষ।''  সুমনের মা জাগিনি মুন্ডা বলেন, '' আমার তিন ছেলে। অনেক কষ্ট করে দিন কাটে। বাগান থেকে যে ক'টা টাকা পাই, তা সংসার চালাতেই চলে যায়। সুমনের ইচ্ছে গান শিখবে। বহু কষ্টে ওকে গান শিখিয়েছি। ও এখন নিজের স্বপ্ন পূরণ করে আরও বড় জায়গায় পৌঁছাক, তাই চাই।'' ডেঙ্গুয়াঝাড় চা বাগানের জেনারেল ম্যানেজার জীবন পাণ্ডে বলেন, '' সুমনের যা সাহায্য দরকার, চা বাগানের তরফে করা হবে। সুমন আরও  ভাল গান বানাক, এটাই আমরা চাই।''

    সুরজিৎ দে

    First published:

    Tags: Jalpaiguri