#জলপাইগুড়ি: জলপাইগুড়ি সংলগ্ন তিস্তা চেকপোস্ট আটক ৭টি হাতি। লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল হাতিগুলিকে। চেকিংয়ের সময় জলপাইগুড়ি তিস্তা চেকপোস্টে গাড়িগুলিকে আটক করে বনদফতর। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বনকর্তারা। তিস্তা চেকপোস্ট আটক ৭ হাতি। লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল হাতিগুলিকে। হাতিগুলিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইদানিং বনদফতরের সাফল্যের কথা প্রকাশ্যে এসেছে। বিভিন্নভাবে বন্যপ্রাণকে উদ্ধার করেছে এই বনদফতর। কোথাও ভল্লুক, কোথাও চিতাবাঘ, আক্রান্ত হয়ে পালটা আক্রমণ করেছেন মানুষ। তবে সেই ক্ষেত্রে বন্যপ্রাণ সংরক্ষণ করার দায়িত্বভার তুলে নিয়েছে বনদফতর। তাদের এই সাফল্যে খুশি পরিবেশপ্রেমী থেকে শুরু করে সামাজিক কর্মীরাও।
আরও পড়ুন - Teacher's salary: ক্ষমতা দেখাতে গিয়ে স্কুল 'প্রধান'দের গচ্চা ৭.৫ লক্ষ টাকা, কড়া নির্দেশ হাই কোর্টের
এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিস্তা সেতুর কাছে হাতি-সহ ৬টি লরি আটক করেন জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। এই ঘটনায় মাহুত এবং গাড়ির চালক সহ মোট ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বনদফতর। পাচারের উদ্দেশ্যে হাতিগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা জানতে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, প্রতিটি হাতির কানে মাইক্রোচিপ লাগানো ছিল। হাতির কানে লাগানো মাইক্রোচিপগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। তবে এই হাতিগুলি কোথা থেকে এসেছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি, পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর বনবিভাগে ঢুকে পড়ে পাঁচটি হাতির একটি দল। এরপর ওই দলটি অপর একটি দলের সঙ্গে মিলিত হয়। দুটি দল মিলিয়ে ১১টি হাতি দারকেশ্বর নদ পেরিয়ে সোনামুখীর দিকে রওনা হয়ে গেলেও ওই দলের একটি হাতি দলছুট হয়ে দারকেশ্বরের অপর পাড়ে থেকে যায়। দলছুট হাতিটি সাহাপুর এলাকায় গ্রামে ঢোকার চেষ্টা করলে স্থানীয় যুবক সুবল মুর্মু হাতি দেখতে যান। এই সময় হাতিটি সুবল মুর্মুকে তাড়া করলে সুবল মুর্মু কাদায় পা পিছলে পড়ে যায়। সে সময় দলছুট ওই হাতিটিকে দেখতে গিয়ে হাতির হানায় গুরুতর জখম হন এক যুবক। আহত যুবকের নাম সুবল মুর্মু। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের সাহাপুর গ্রামে। আহত যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, Jalpaiguri