জলপাইগুড়ি: কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। তার জলজ্যান্ত উদাহরণ এই স্কুল শিক্ষিকা। স্কুল শিক্ষিকা প্রীতি রায়ের বাঁশির সুরে মুগ্ধ বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ি এলাকার বাসিন্দারা। ঘর সংসার ও শিক্ষকতার পেশা সামলেও নিয়মিত সঙ্গীতের তালিম নেন প্রীতি।
খুব ছোট থেকে সঙ্গীত শিক্ষা শুরু করলেও ২০১৭ সাল থেকে বাঁশির প্রেমে মজে যান তিনি। এরপর থেকে চলতে থাকে নিয়মিত প্রশিক্ষণ। যখনই সময় সুযোগ হয় বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সকলকে মুগ্ধ করেন প্রীতি।
আরও পড়ুনঃ ৪৪ ডিগ্রি তাপমাত্রা কমবে নিমেষে! তুমুল বৃষ্টিতে ভাসবে ৮ জেলা, আবহাওয়ার মেগা আপডেট
আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি।প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়েও নিজের সঙ্গীত সাধনাকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন শিক্ষিকা প্রীতি রায়। তিনিজানান, একবছর আগে হলদিবাড়ি এবং মনিকগজ্ঞ মধ্যবর্তী এলাকার বাসিন্দা শিক্ষক অসীম রায়ের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। স্থানীয় একটি স্কুলে শিক্ষকতাও করছেন তিনি।
প্রীতি জানান, বর্তমানে গুরু পার্থ সরকারের কাছে বাঁশি বাজানোর তালিম নিচ্ছেন তিনি। এরই মাঝে নিজের সহকর্মীদের আবদারে তাদের সন্তানদেরও বাঁশি বাজানো শেখাচ্ছেন সঙ্গীত শিল্পী প্রীতি। শিল্পী প্রীতি আরও জানান, ভবিষ্যতে সুযোগ পেলে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকেউ বিনামূল্যেই বাঁশির প্রশিক্ষণ দেবেন। পরিবারের লোকজনের ইচ্ছে আরও বড় জায়গায় পৌঁছক প্রীতি, তার জন্যে সমস্ত রকমের সহযোগিতা করবেন তারা।
এ প্রসঙ্গে প্রীতির স্বামী অসীম বাবু বলেন, আমি খুবই গর্বিত এবং ভীষণই খুশি। প্রীতি আরও অনেক দূর এগিয়ে যাক, আরও নাম করুক এটাই চাই। আমি সবসময় পাশে আছি।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri