corona virus btn
corona virus btn
Loading

অবশেষে সক্রিয় হল জলদাপাড়া জাতীয় উদ্যান, জঞ্জালমুক্ত হতে চলেছে দূষিত হলং নদী

অবশেষে সক্রিয় হল জলদাপাড়া জাতীয় উদ্যান, জঞ্জালমুক্ত হতে চলেছে দূষিত হলং নদী
  • Share this:

#কলকাতা: নিউজ ১৮ বাংলার খবরের জেরে জঞ্জালমুক্ত হতে চলেছে আলিপুরদুয়ারের হলং নদী। নদীর বুক থেকে প্রতিমার কাঠামো, খড়, পচা ফুল-মালা সরাতে উদ্যোগী হল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

মাদারিহাটের হলং নদীর দুরবস্থার ছবিটা দেখিয়েছিলাম আমরা। জলদাপাড়া অভয়ারণ্যের ভিতর দিয়ে বয়ে গিয়েছে হলং নদী। এই হলংয়ের জলেই অভয়ারণ্যের জীবজন্তুদের তেষ্টা মেটে। অথচ এই নদীতেই প্রতিবছর ৬০ টিরও বেশি প্রতিমা বিসর্জন হয় । কাঠামোগুলো নদীতে ভেসে অভয়ারণ্যে চলে এসেছে। প্রতিমার রঙে যে সীসা থাকে তা মিশছে জলে।

কালো হয়ে গিয়েছে নদীর জল। পচা ফুল, মালা, প্রতিমার কাঠামো, খড় ভাসছে হলংয়ের বুকে...এই দূষিত জল খেলে ভয়ানক বিপদ হতে পারে বন্যপ্রাণীদের। ক্ষতি হচ্ছে জলজ প্রাণীদেরও। অথচ বিসর্জনের দশদিন পরও কাঠমো সরানোর নাম নেই। মঙ্গলবারই এই ছবি দেখিয়েছিল নিউজ ১৮ বাংলা।

নিউজ ১৮ বাংলার খবরের জেরে অবশেষে সক্রিয় হল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। হলং এর জঞ্জাল সরানো শুরু করেছে তাঁরা।

প্রশ্ন উঠছে এত দেরিতে কেন সক্রিয় হল উদ্যান কর্তৃপক্ষ? জলদাপাড়া জাতীয় উদ্যানের মত জায়গায় কেন এত গাফিলতি ?

First published: October 23, 2019, 1:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर