#ইটাহার: ইটাহারে সুই নদীতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করল বির্পযয় মোকাবিলা দল।বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার যুবকের দেহ ইটাহার পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।গতকাল ইটাহার থানার সুঁই নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল ইটাহার থানার মারনাই অঞ্চলের কাশিমপুর গ্রামের যুবক বাহাদূর আলম। নিখোঁজ যুবকের খোঁজের স্থানীয় মানুষ জলে নেমে পড়েন।স্থানীয় মানুষ তাকে উদ্ধার করতে না পারায় রায়গঞ্জ থেকে বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয়েছিল।ডুবরি নামিয়ে চলে খোঁজাখুজি।দীর্ঘক্ষন খোঁজাখুজির পরও তাকে উদ্ধার হয়নি। সন্ধে নেমে আসায় উদ্ধারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।আজ সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দল নিখোঁজ যুবকের উদ্ধারে তল্লাশী শুরু করে। কিছুক্ষন বাদেই তার নিথর দেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death