হোম /খবর /উত্তরবঙ্গ /
নামেই আইটি পার্ক, এখন সেখানে চলে অবৈধ কাণ্ডকারখানা! চিন্তা বাড়ছে পুলিশের

নামেই আইটি পার্ক, এখন সেখানে চলে অবৈধ কাণ্ডকারখানা! চিন্তা বাড়ছে পুলিশের

আইটি পার্ক এখন অবৈধ কল সেন্টারের আঁতুড় ঘর! ক্রমশ চিন্তা বাড়ছে পুলিশের

আইটি পার্ক এখন অবৈধ কল সেন্টারের আঁতুড় ঘর! ক্রমশ চিন্তা বাড়ছে পুলিশের

North Bengal: শিল্পের প্রসারে তৈরি আইটি পার্ক। সেখানে এখন এমন কাণ্ড! জেনে হা হয়ে যাবেন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিল্পের প্রসারে শিলিগুড়িতে গড়ে তোলা হয়েছিল আইটি পার্ক। কিন্তু বর্তমানে ক্রমশ অন্য চিত্র প্রকাশ্যে আসছে। সেই আইটি পার্কই বর্তমানে অবৈধ কল সেন্টারের হাব হয়ে উঠেছে।

    প্রায়শই পর্দা ফাঁস হচ্ছে একাধিক অবৈধ কল সেন্টারের। বুধবার রাতেও এমনই এক অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করল পুলিশ। ঘটনায় একযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

    ধৃতদের মধ্যে ২ জন গুজরাতের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গুজরাতের ওই দুই বাসিন্দা সম্পূর্ণ বিষয়টি মনিটরিং করত। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে ধৃতদের রিমান্ডে নেওয়ার পথে হাঁটতে চলেছে পুলিশ।

    আরও পড়ুন- কী ঘটেছিল স্কুলে? রাতের অন্ধকারে কেটে নেওয়া হল ছাত্রীর চুল! ভয়াবহ ঘটনা

    জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে মাটিগাড়া থানা এলাকার অধীন আইটি পার্কে হানা দেয় পুলিশ। অভিযান চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ক্রাইম, এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশ।

    অভিযান চালিয়ে একযোগে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৫ জন মহিলা রয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।প্রসঙ্গত, এর মাস কয়েক আগেও সি আই ডির হানা দিয়েছিল এই আই টি পার্কে। তারপরও চিত্র বদলায়নি।

    শহরের মাঝে এরকম অবৈধ কল সেন্টারের হব গড়ে ওঠায় চিন্তা বাড়ছে প্রশাসনের।পুলিশ সূত্রে খবর, ধৃত ২০ জনের মধ্যে ২ জন মূল পান্ডা। তারা গুজরাতের বাসিন্দা সুনীল গুপ্তা এবং অভিষেক রাজপুত।

    আরও পড়ুন- আফ্রিকা থেকে আনা হবে বিশেষ ঘাস! কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চেহারা বদলে যাবে

    গোটা ঘটনায় তদন্তের স্বার্থে দুই গুজরাতের বাসিন্দাকে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। আরও জানা গিয়েছে, ওই অবৈধ কল সেন্টারের অনলাইন মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল।অনির্বাণ রায়

    First published:

    Tags: North Bengal, Siliguri