#ইসলামপুর: ইসলামপুর বাইপাসের কাজ শুরু করল ঠিকাদারি সংস্থা। লকডাউনের আইনমেনেই জাতীয় সড়কের কাজ শুরু করলেন বলে জানালেন বাইপাসের প্রজেক্ট অফিসার মহম্মদ আলম।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত মানুষ। ভারতবর্ষে লকডাউন পিরিয়ড চলছে। দেশে লকডাউন শুরু হতেই ৩১ নম্বর জাতীয় সড়কের ইসলামপুর বাইপাস রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। উত্তর দিনাজপুর জেলা গ্রিন জোনের আওতায় থাকায় সরকার বেশ কিছু প্রকল্প চালু করার নির্দেশ দেয় । সেই নির্দেশ পাওয়ার পর ৩১ নম্বর জাতীয় সড়ক বাইপাসের কাজ শুরু করা হয় । প্রকল্প আধিকারিক মহম্মদ আলম জানিয়েছেন, সরকারের সমস্ত নির্দেশ মেনেই বাইপাসের কাজ শুরু হয়েছে। তবে শ্রমিকের সংখ্যা কম থাকায় কাজ ধীর গতিতে এগোচ্ছে। ইসলামপুর বাইপাসের কাজ প্রায় শেষের দিকে। আর সামান্য কিছু কাজ বাকি আছে। সেই কাজ সম্পন্ন হলেই ইসলামপুর বাইপাস চালু হয়ে যাবে বলে জানিয়েছেন প্রকল্প আধিকারিক।