হোম /খবর /উত্তরবঙ্গ /
আহত অবস্থায় লুপ্তপ্রায় শিয়াল উদ্ধার ধূপগুড়িতে

আহত অবস্থায় লুপ্তপ্রায় শিয়াল উদ্ধার ধূপগুড়িতে

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

  • Last Updated :
  • Share this:

#ধূপগুড়ি: আহত অবস্থায় লোকালয় থেকে উদ্ধার লুপ্তপ্রায় শিয়াল। চাঞ্চল্য ধূপগুড়ির দেওমালি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাঁশের ঝোপে শিয়ালটিকে আহত অবস্থায় পরে থাকতে দেখেন বাসীন্দারা। প্রথম চিতাবাঘ ভেবে গুজব ছড়ায়। খবর যায় সোনাখালি বিটের বনকর্মীদের কাছে। ছুটে যান বনকর্মীরা। এর পরেই উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।রেঞ্জার অর্ঘ্যদীপ রায় বনকর্মীদের নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। উদ্ধার করেন আহত শিয়ালটিকে। তাকে গরুমারা জাতীয় উদ্যানের লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হচ্ছে। শিয়াল সাধারনত এই অঞ্চলে দেখা যায় না বললেই চলে। তাই কি ভাবে আহত হল শিয়ালটি তাও খতিয়ে দেখছেন বনকর্মীরা।

Published by:Simli Raha
First published:

Tags: Dhupguri s, Injured fox