• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • পর্যটকদের নিরাপদে সমতলে নামিয়ে আনতে বিশেষ ব্যবস্থা রাজ্যের

পর্যটকদের নিরাপদে সমতলে নামিয়ে আনতে বিশেষ ব্যবস্থা রাজ্যের

অশান্ত পাহাড়। বেড়াতে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক।

অশান্ত পাহাড়। বেড়াতে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক।

অশান্ত পাহাড়। বেড়াতে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক।

 • Share this:

  #দার্জিলিং: অশান্ত পাহাড়। বেড়াতে গিয়ে পাহাড়ে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। দোকানপাট হোটেল বন্ধ। বৃহস্পতিবার রাত থেকে জল ও খাবার না পেয়ে আতঙ্কে পর্যটকরা । শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে কালিম্পঙের দোকানপাট ৷

  বৃহস্পতিবারই দার্জিলিং ছাড়েন অনেক পর্যটক। অনেকে শিলিগুড়ি পৌঁছে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। পর্যটকদের নিরাপদে সমতলে নামিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য। অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ পরিবহণ নিগম। সকাল থেকেই দুঘণ্টা অন্তর কলকাতার উদ্দেশ্যে বাস ছাড়ছে।

  ---৫৫ জন পর্যটক নিয়ে কলকাতা রওনা --শিলিগুড়ি-কলকাতা রওনা দিল ২টি বাস --রাত ১০টা পর্যন্ত প্রতি ২ ঘণ্টা অন্তর বাস মিলবে --শিলিগুড়ি টার্মিনাস থেকে বাস মিলবে --পর্যটকদের নামিয়ে আনতে সকালে শিলিগুড়ি-দার্জিলিং যায় ৬টি বাস ও ২০টি বড় গাড়ি -- NBSTC-র আরও ৪টি বাস যাচ্ছে দার্জিলিং --পুলিশ এসকর্টে বাস-গাড়ি যাচ্ছে দার্জিলিং --শিলিগুড়ি ও এনজেপিতে চালু হেলপ ডেস্ক -বিনা ভাড়ায় বিভিন্ন বাস পরিষেবা --শিলিগুড়ি থেকে দার্জিলিং পরিষেবায় ছাড় --ছাড় শিলিগুড়ি থেকে কলকাতা পরিষেবায়

  শুক্রবার সকাল থেকে তেনজিং নোরগে বাসস্ট্যন্ডে বাসের জন্য লম্বা লাইন। গরমের ছুটিতে বেড়াতে এসে মাঝপথেই ফিরতে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় ভরসা থাকলেও মনটা তাই ভার।

  নিউ জলপাইগুড়ি স্টেশন, মল, বাগডোগরা বিমানবন্দর ও তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে খোলা হয়েছে হেল্প ডেস্ক। রসদের যোগান নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে রাজ্য।

  First published: