শিলিগুড়ি: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত শিলিগুড়ি জং. স্টেশনে ইয়ার্ড রিমডেলিং করার জন্য ২৫ থেকে ২৭ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ এবং ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে নন-ইন্টারলকিং কাজের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কিছু ট্রেনের পরিষেবা বাতিল, আংশিক বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে।
ট্রেন পরিষেবার বাতিলকরণ: ২৭ থেকে ২৯ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫২০ নং. (শিলিগুড়ি জং.-মালদা কোর্ট) ডেমু স্পেশাল এবং ২৮ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫১৯ নং. (মালদা কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে। ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫২৫/০৭৫২৬ নং. (শিলিগুড়ি জং.-নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল, ০৭৫১৩/০৭৫১৪ নং. (শিলিগুড়ি জং.-বামনহাট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল এবং ০৭৫২১ নং. (শিলিগুড়ি জং.-হলদিবাড়ি) ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে।
২৯ ও ৩০ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫২২ নং. (হলদিবাড়ি-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে।ট্রেন পরিষেবার আংশিক বাতিলকরণ: ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫০৮ নং. (শিলিগুড়ি জং.-রাধিকাপুর) ডেমু স্পেশাল ও ০৭৫৪৪ নং. (শিলিগুড়ি জং.-কাটিহার) ডেমু স্পেশাল বাগডোগরা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং শিলিগুড়ি জং. ও বাগডোগরার মধ্যে বাতিল থাকবে। ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫০৭ নং. (রাধিকাপুর-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ও ০৭৫৪৩ নং. (কাটিহার-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশালের যাত্রা বাগডোগরায় সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বাগডোগরা ও শিলিগুড়ি জং.-এর মধ্যে বাতিল থাকবে।
আরও দেখুন২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৭১৯ নং. (কাটিহার-শিলিগুড়ি) ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা বাগডোগরায় সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বাগডোগরা ও শিলিগুড়ি জং.-এর মধ্যে বাতিল থাকবে।
ট্রেনের পথ পরিবর্তন: ২৮ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৩২৪৬ নং. (রাজেন্দ্র নগর-নিউ জলপাইগুড়ি) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-ডামডাঙ্গি হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে। এই ট্রেনটি কিষানগঞ্জ ও আলুয়াবাড়ি রোডে ৫ মিনিট স্টপেজ দিবে। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
ABIR GHOSHALনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Siliguri, Train