হোম /খবর /উত্তরবঙ্গ /
শিলিগুড়ি জংশন স্টেশনে উন্নয়ন চলছে, বাতিল বহু, আপনার ট্রেনটি আছে তো

Indian Railways: শিলিগুড়ি জংশন স্টেশনে উন্নয়ন চলছে, বাতিল বহু, আপনার ট্রেনটি আছে তো

শিলিগুড়ি জংশন স্টেশনে উন্নয়নের চলছে

শিলিগুড়ি জংশন স্টেশনে উন্নয়নের চলছে

Indian Railways: জেনে নিন, আপনার ট্রেন আছে কিনা? শিলিগুড়ি জংশন স্টেশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য, ট্রেন পরিষেবার বাতিলকরণ, আংশিক বাতিলকরণ ও পথ পরিবর্তন  

  • Share this:

শিলিগুড়ি:  উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত শিলিগুড়ি জং. স্টেশনে ইয়ার্ড রিমডেলিং করার জন্য ২৫ থেকে ২৭ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ এবং ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে নন-ইন্টারলকিং কাজের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কিছু ট্রেনের পরিষেবা বাতিল, আংশিক বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে।

 ট্রেন পরিষেবার বাতিলকরণ:  ২৭ থেকে ২৯ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫২০ নং. (শিলিগুড়ি জং.-মালদা কোর্ট) ডেমু স্পেশাল এবং ২৮ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫১৯ নং. (মালদা কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে।  ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫২৫/০৭৫২৬ নং. (শিলিগুড়ি জং.-নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল, ০৭৫১৩/০৭৫১৪ নং. (শিলিগুড়ি জং.-বামনহাট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল এবং ০৭৫২১ নং. (শিলিগুড়ি জং.-হলদিবাড়ি) ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে।

আরও দেখুন

২৯ ও ৩০ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫২২ নং. (হলদিবাড়ি-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে।ট্রেন পরিষেবার আংশিক বাতিলকরণ:  ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫০৮ নং. (শিলিগুড়ি জং.-রাধিকাপুর) ডেমু স্পেশাল ও ০৭৫৪৪ নং. (শিলিগুড়ি জং.-কাটিহার) ডেমু স্পেশাল বাগডোগরা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং শিলিগুড়ি জং. ও বাগডোগরার মধ্যে বাতিল থাকবে। ২৮ ও ২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ০৭৫০৭ নং. (রাধিকাপুর-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশাল ও ০৭৫৪৩ নং. (কাটিহার-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশালের যাত্রা বাগডোগরায় সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বাগডোগরা ও শিলিগুড়ি জং.-এর মধ্যে বাতিল থাকবে।

আরও দেখুন

২৯ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৫৭১৯ নং. (কাটিহার-শিলিগুড়ি) ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা বাগডোগরায় সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং বাগডোগরা ও শিলিগুড়ি জং.-এর মধ্যে বাতিল থাকবে।

ট্রেনের পথ পরিবর্তন: ২৮ এপ্রিল, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ১৩২৪৬ নং. (রাজেন্দ্র নগর-নিউ জলপাইগুড়ি) ক্যাপিটাল এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-ডামডাঙ্গি হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে। এই ট্রেনটি কিষানগঞ্জ ও আলুয়াবাড়ি রোডে ৫ মিনিট  স্টপেজ দিবে।  এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

ABIR GHOSHAL
Published by:Debalina Datta
First published:

Tags: Indian Railways, Siliguri, Train