হোম /খবর /মুর্শিদাবাদ /
তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় আক্রান্ত টিএমসি কর্মী

Murshidabad News: তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় আক্রান্ত টিএমসি কর্মী

আহত ওহাব আলী সেখ

আহত ওহাব আলী সেখ

Murshidabad News: আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল তদন্ত করার মধ্যেই উতপ্ত মুর্শিদাবাদ। দুর্নীতি নিয়ে মুখ খোলায় রবিবার সকালে আক্রান্ত হল এক প্রতিবাদী।

  • Local18
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল তদন্ত করার মধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলা। দলের কাছে পঞ্চায়েতে একাধিক দুর্নীতি নিয়ে সরব হন উহাব আলি শেখ নামে এক ব্যক্তি। তিনি নিজেও তৃণমূল কর্মী বলেই পরিচিত। দলের উর্ধ্বতন নেতৃত্বের সামনে প্রধানের দুর্নীতি নিয়ে সরব হওয়ার কারণে উহাব আলি শেখকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল প্রধানের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। ডোমকল ব্লকের ১২ নম্বর জুরানপু গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

অভযোগ, দলের কাছে পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে মুখ খোলায় আগেই হুমকির শিকার হয়েছিলেন উহাব। রবিবার সকালে জুরানপুর হাটের কাছে তার উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় উহাব আলি শেখকে। হামলার গুরকর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি ডোমকল হাসপাতালে ভর্তি। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানাতে পারা যাচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুনঃ আর্জেন্টিনার ফুটবলে লজ্জার ও কালো দিন, মেসির বিশ্বজয়ের আনন্দ হল মাটি

এই ঘটনাকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছে বিরোধী দল। তবে ঘটনা প্রসঙ্গে ডোমকলের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন, “প্রধান যদি দুুর্নীতি করে থাকলে তা দেখার জন্য প্রশাসন আছে। অভিযোগ করলেই হবে না। প্রমাণ দিতে হবে।” সরকারে ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই কাজ বলে দাবি হাজিকুল ইসলাম। এই ঘটনায় ইতিমধ্যেই প্রধানের স্বামী সহ ৭ জনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। যদি হামলাকারীরা দলে ১৫ থেকে ২০ ছিল বলে জানিয়েছে আক্রান্ত উহাব। ফলে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় এলাকার রাজনৈতিক উত্তেজনা অনেকটাই বাড়ালো।

Koushik Adhikary

Published by:Sudip Paul
First published:

Tags: Corruption, Murshidabad, Murshidabad news, TMC