হোম /খবর /ক্রাইম /
মদ্যপ অবস্থায় স্ত্রী-কে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে !

মদ্যপ অবস্থায় স্ত্রী-কে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে !

Representational Image

Representational Image

  • Last Updated :
  • Share this:

#রায়গঞ্জ: স্ত্রী-কে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের খাঁসপুকুর এলাকার নোয়াপাড়া গ্রামে। মৃত ওই গৃহবধুর নাম কামনা সরকার।

ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। পরিবারসূত্রে জানা গিয়েছে, বরুয়া গ্রাম পঞ্চায়েতের খাঁসপুকুর এলাকার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা সুজন সরকার প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় এসে স্ত্রীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো। মঙ্গলবার সকালে স্বামী সুজন সরকার মদ খেয়ে এসে স্ত্রী কামনা সরকারকে বাঁশ দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যান কামনাদেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। কামনার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Murder Case, Raiganj