হোম /খবর /উত্তরবঙ্গ /
পুজো শুরু হয়েছিল ওপার বাংলায়! আজও কুন্ডু পরিবার মেতে ওঠে বাসন্তী পুজোয়

পুজো শুরু হয়েছিল ওপার বাংলায়! আজও কুন্ডু পরিবার মেতে ওঠে বাসন্তী পুজোয়

X
বাসন্তী [object Object]

Basanti Puja: মালদহের কুন্ডু পরিবার মেতে ওঠে বাসন্তী পুজোয়। পূর্বপুরুষের রীতি বজায় রেখে আজো নিষ্ঠার সঙ্গে বাসন্তী পুজো হয়ে আসছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    মালদহ: অকাল বোধনের দূর্গাপুজো। মালদহের কুন্ডু পরিবার মেতে ওঠে বাসন্তী পুজোয়। পূর্বপুরুষের রীতি বজায় রেখে আজও নিষ্ঠার সঙ্গে বাসন্তী পুজো হয়ে আসছে মালদহ শহরের কুন্ডু পরিবাবরে।

    বছরের এই বাসন্তী পুজোয় পরিবারের সকলেই একত্রিত হয়ে মেতে ওঠেন। শতবর্ষ উৎযাপন এই বছর কুন্ডু পরিবারের বাসন্তি পুজোর। তবে প্রথম থেকেই এই পুজো মালদহে নয়, অবিভক্ত ভারতের রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছিল কুন্ডু বাড়ির বাসন্তী পুজো।

    আরও পড়ুন- ঔরঙ্গজেবকে শীতলপাটি উপহার দিয়েছিলেন মুর্শিদকুলি খাঁ, কীভাবে তৈরি হয় এই পাটি?

    দেশ ভাগের পর দুই দেশের মাঝে পড়ে তারকাঁটার বেড়া। ১৯৫৮ সালে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে ভারতে চলে আসে কুন্ডু পরিবার । বসবাস শুরু করেন মালদহ শহরের বিনয় সরকার রোড এলাকায়।

    পূর্বপুরুষের পুজো বন্ধ করেনি সেই সময়ের পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসতে না পারলেও সে সময় বাসন্তী মন্দিরের কাঠামো ভারতবর্ষে নিয়ে এসেছিলেন তাঁরা।

    সেই কাঠামোই মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় ভারতবর্ষে বাসন্তী পুজো। এই বছর কুন্ডু বাড়ির পুজো ১০০ বছরে পা দিয়েছে। সোমবার রাতে ফিতে কেটে বাসন্তী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

    আরও পড়ুন- রামনবমীর গানের অ্যালবাম জমজমাট, চুটিয়ে অভিনয় করলেন দুই বিধায়ক, ভিডিও ভাইরাল

    বর্তমানে পুজোর দায়িত্বে রয়েছেন জয়ন্ত কুন্ডু, শুভ্র কুন্ডু ও শৈবাল কুন্ডু।দূর্গা পুজোর মতোই আনন্দে মেতে ওঠেন কুন্ডু পরিবারের সদস্যরা। বাসন্তী পূজা উপলক্ষে কুন্ডু পরিবারে ভিড় যেমন জেলা এবং ভিন জেলা থেকে আগত পরিবারের সদস্যরা।

    পরিবারের এক প্রবীণ সদস্য রেবা মন্ডল জানান, অখন্ড ভারতের রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন দেশে শুরু হয়েছিল বাসন্তী পুজো। এরপর কুন্ডু পরিবার চলে আসে মালদহ জেলার বিনয় সরকার রোড এলাকায়। সেখানে সারম্বরে পুজোর আয়োজন করা হয়।

    তবে সময় পরিবর্তন হলেও পুজোতে কোন খামতি নেই। আজও বাসন্তী পূজার ভোগ তৈরি হয় বাড়িতেই। সন্দেশ সহ অন্যান্য মিষ্টান্ন বাড়িতেই তৈরি করে পুজোর আয়োজন করা হয়।

    পূর্বপুরুষের রীতি মেনে আজও পুজোর কোন প্রসাদ বাইরে থেকে কেনা হয় না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মাকে দেওয়া হয় লুচি ভোগ। সেই লুচি ও অন্যান্য সমস্ত মিষ্টান্ন তৈরি করা হয় বাড়িতেই। পুজোর পাঁচ দিন হুল্লোর আনন্দের মধ্যে দিয়েই কেটে যায় কুন্ডু পরিবারের প্রত্যেক সদস্যের।

    হরষিত সিংহ

    First published:

    Tags: Maldah