হোম /খবর /উত্তরবঙ্গ /
খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল বিশালাকার অজগর !

খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল বিশালাকার অজগর !

এই গ্রামের আগেও অজগর সাপ ঢুকে পড়ার ঘটনা রয়েছে।

  • Last Updated :
  • Share this:

#ধূপগুড়ি: খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ যায় যায় অবস্থা পাইথনের, নাইলনের জালে আটকে রাতভর কাতরাতে থাকল ১০ ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির এই সাপটি।ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রামের ঘটনা।

রবিবার সকালবেলা গ্রামবাসীরা নাইলনের জালের মধ্যে আটকে থাকা অবস্থায় পাইথন সাপটিকে দেখতে পায়। খবর দেওয়া হয় বনকর্মীদের, কিন্তু সাপ উদ্ধারে আসেন না বলে অভিযোগ বাসিন্দাদের।

এরপর ধূপগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অরগানাইজেশনকে খবর দেওয়া হয় । খবর পেয়ে সংস্থার সদস্যরা ছুটে যান জলঢাকা কুর্শামারি গ্রামে। এই গ্রামের আগেও অজগর সাপ ঢুকে পড়ার ঘটনা রয়েছে। পাশে রয়েছে জলঢাকা নদী এবং তার সাথেই রয়েছে বড় বড় পুকুর, যেখানে মাছ চাষ করা হয়।

ধূপগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাইলনের জাল কেটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় জাল বন্দি পাইথনটিকে উদ্ধার করে এবং সর্প বিশারদ মিন্টু চৌধুরীর কাছে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Dhupguri, Python