#রায়গঞ্জ: ৩১ অক্টোবর রায়গঞ্জের রাস্তায় ভূত দেখলেন অনেকেই। তবে কাউকে ভয় দেখায়নি এই ভূতেরা। উলটে চকোলেট উপহার দিয়েছে। ভূতের এমন কাণ্ডকারখানায় তাজ্জব রায়গঞ্জবাসী। এমনই অভিনব উপায়ে শহরবাসীকে হ্যালোইন দিবসের সঙ্গে পরিচয় করালেন ৫ তরুণ-তরুণী।
মঙ্গলবার রাতে রায়গঞ্জের রাস্তায় ভূত দেখে চমকে উঠেছিলেন কেউ কেউ। দেখলে চমকে উঠতেন আপনিও! পানের দোকানে গিয়ে ভূত পান চাইছে, এমন দৃশ্যের সঙ্গে যে খুব একটা অভ্যস্ত নয় রায়গঞ্জবাসী।
৩১ অক্টোবর সারাবিশ্বে পালিত হয় হ্যালোইন দিবস। পশ্চিমের দেশের ঐতিহ্য মেনে ভূতের পোশাকে পথচারীদের আনন্দ দিতে রায়গঞ্জের রাস্তায় ঘুরছিলেন মহুয়া ঘোষ, মহিদূর রহমান, মৌসুমী ঘোষ, বুম্বা সরকার ও কমল রাজবংশীরা। ভয় দেখানো নয়, মানুষকে আনন্দ দিতেই এমন উদ্যোগ তাঁদের। ভূতের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে চকোলেটও উপহার পেয়েছেন পথচারীরা। প্রথমে চমকে উঠলেও পরে মানুষরূপী ভূতেদের কাণ্ডকারখানায় প্রাণখুলে আনন্দ নিয়েছেন পথচারীরাও।
ভূতই ভবিষ্যৎ। দীপাবলির আগে ভারতেও পালিত হয় ভূত চতুর্দশী। হ্যালোইন পালনের মাধ্যমে যেন তারই মহড়া সারলেন মহুয়া, মহিদূর, মৌসুমীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।