• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • করোনা থাবা ফেলছে উত্তরবঙ্গে, একদিনে আক্রান্ত ৬, রয়েছে শিশু-প্রসূতিও

করোনা থাবা ফেলছে উত্তরবঙ্গে, একদিনে আক্রান্ত ৬, রয়েছে শিশু-প্রসূতিও

উত্তরবঙ্গে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ।

উত্তরবঙ্গে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ।

এর মধ্যে একজন শিশুও রয়েছে। রয়েছেন একজন কোভিড স্পেশাল হাসপাতালের ল্যাবরোটরির টেকনিশিয়ানও।

 • Share this:

  #শিলিগুড়ি: রাজ্যে ধাপে ধাপে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আজ দিনভর নতুন করে ৬ জন করোনা আক্রান্তেরব খোঁজ মিলেছে। এর মধ্যে একজন শিশুও রয়েছে। রয়েছেন একজন কোভিড স্পেশাল হাসপাতালের ল্যাবরোটরির টেকনিশিয়ানও।

  বাকি চার জনের মধ্যে একজন প্রসূতিও রয়েছেন। বিএসএফের এক জওয়ানও আক্রান্ত হয়েছেন করোনায়। আরও বেশ কয়েকজন বি এস এফ জওয়ান ক্যাম্পাসেই কোয়ারেন্টাইনে রয়েছেন বলে সূত্রের খবর। যদিও বি এস এফ কর্তৃপক্ষ কিছু জানায়নি এই বিষয়ে।

  উদ্বেগের বিষয়, এবার আক্রান্ত বাড়ছে গ্রামাঞ্চলেও। মাটিগাড়া ও ফাঁসিদেওয়ার দু'জন আজ করোনায় আক্রান্ত হয়েছে। দু'জনেই কাওয়াখালির কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকলেরই আজই রিপোর্ট পজিটিভ এসছে। রাতের মধ্যেই ৬জনকে কোভিড স্পেশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  এর আগে পাহাড়ের চার জন করোনায় আক্রান্ত হয়। সবমিলিয়ে পাহাড় ও সমতল মিলিয়ে দার্জিলিং জেলায় এখোনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬। এই মুহূর্তে হাসপাতালে ভর্তিও বহুজন। আগামিকালও নতুন করে রিপোর্ট আসবে।

  এদিন খবর পাওয়ার পরেই আক্রান্তদের এলাকায় পৌঁছয় পুরসভা, গ্রাম পঞ্চায়েত এবং জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। আশপাশের এলাকায় স্যানিটাইজেশন করা হয়। তবে জেলা প্রশাসন এখোনো পর্যন্ত নতুন করে কোনো কনটেইনমেন্ট জোন ঘোষণা করেনি। এ দিকে আরও কিছু শ্রমিক স্পেশাল ট্রেন আসছে। আন্তঃরাজ্য বাস পরিষেবা যেমন চালু হয়েছে। তেমনি ডোমেস্টিক উড়ান চলাচলও শুরু হয়েছে।

  Published by:Arka Deb
  First published: