মালদহ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখে মালদহে বেসরকারি বাস ধর্মঘট। দুই বাসমালিক সংগঠনের গোষ্ঠী কোন্দলের জেরে বন্ধ থাকতে চলেছে বেসরকারি বাস পরিষেবা। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সংগঠনের সদস্যেরা। ধর্মঘটিদের অভিযোগ, গত কয়েকদিন ধরে মালদা- চাঁচল রুটে চলাচলকারি গৌড়বঙ্গ বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি বাস অবৈধভাবে আটকে রাখা হয়েছে। পুলিশ থেকে পরিবহন দফতরে আবেদন জানিয়েও বাসটি ছাড়ানো যায়নি। জেলার অন্য বাস মালিক অ্যাসোসিয়েশনের অঙ্গুলিহেলনে বাসটিকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ।
এর প্রতিবাদে প্রথমে চাঁচল রুটে বাস বন্ধ রাখা হয়। এরপর আজ সোমবার জেলা জুড়ে বেসরকারি বাস ধর্মঘটে নামে একটি বাসমালিক সংগঠন। ফলে অন্তত ৬০টি বেসরকারি বাস পথে নামেনি। যার প্রভাব পড়ে যাত্রী পরিষেবায়।
যদিও অন্য বাস মালিক সংগঠনের পাল্টা দাবি, সময়সারণি নিয়ে বিবাদের জেরে চাঁচলে একটি বাস আটকানো হয়। নিয়ম না মেনে গাড়ি চালানোর জন্য গাড়ি চলাচলের দায়িত্বে থাকা চেন মাস্টার এই ব্যবস্থা নেন।
এদিকে আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় জেলায় বাড়তি বাস চালানো কথা ছিল বহু আগে থেকেই। অথচ, গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ফলে বাস চলাচল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে মালদহে বাস মালিকদের সংগঠনগুলির বিবাদে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অস্বস্তিতে জেলা প্রশাসন।
আরও পড়ুন:SSC Group C -এর ৭৮৫ পদে নতুন করে নিয়োগ! কবে শুরু কাউন্সেলিং? জেনে নিন
মালদহের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী জানান, দুইপক্ষকে ডেকে সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে, আগামিকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় এইসময় কোনওরকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। পরীক্ষার্থীদের কথা ভেবে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
গৌড়বঙ্গ বাস অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত চক্রবর্তী। তিনি বলেন, "গত শুক্রবার থেকে চাঁচোল রুটে আমাদের বাস বন্ধ রয়েছে। কিছু চেন মাস্টার অন্য বাস মালিক সংগঠনের স্বার্থে কাজ করছেন। অকারণে আমাদের বাস আটকে রাখা হয়েছে। সময় সারণি নিয়ে বিবাদ নয়, এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। আটক বাস ছাড়া না হলে আমাদের সংগঠনের কোনও বাস রাস্তায় নামবে না।"যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদহ প্রগ্রেসিভ বাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিবেক দাস বলেন, "আমরা কোনওরকম ধর্মঘট করি না। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা কার স্বার্থে, কিসের জন্য এই অভিযোগ করছেন তা প্রশাসন তদন্ত করে দেখুন।"
তবে বাস মালিক সংগঠনগুলির বিবাদের মধ্যেও সাধারণ পরীক্ষার্থী থেকে অভিভাবক ও বাস যাত্রীরা চাইছেন বাস পরিষেবা দ্রুত স্বাভাবিক হোক।
সেবক দেবশর্মা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।