• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • একসঙ্গে ১৪০টা হাতি ঢুকে পড়ল দার্জিলিংয়ের নক্সালবাড়ি চা বাগানে

একসঙ্গে ১৪০টা হাতি ঢুকে পড়ল দার্জিলিংয়ের নক্সালবাড়ি চা বাগানে

representative image

representative image

 • Share this:

  #উত্তরবঙ্গ: একটা দুটো নয়! একসঙ্গে ১৪০টা হাতি ঢুকে পড়ল দার্জিলিংয়ের নক্সালবাড়ি চা বাগানে। চা বাগানের সোশ্যাল হ্যান্ডেলে জানানো হয়েছে, হাতিদের দল বেশ মজাতেই আছে! চা বাগানের নিরাপত্তা রক্ষীরা তাদের উপর নজর রাখছে। চা বাগান পেরতে তাদের কোনও সমস্যার হবে না!

  অন্যদিকে, গতমাসেই ৫০-৬০টি হাতির একটি দল বক্সার জঙ্গল থেকে আলিপুরদুয়ারের মেচপাড়া চা বাগানে ঢুকে পড়ে । বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে আসা এই হাতির পালে বেশ কয়েকজন শাবকও ছিল। চা-বাগানের আঠারো নম্বর সেকসনে দাপিয়ে বেড়ায় তারা। আতঙ্কে বন্ধ হয়ে যায় কাজ। হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা শুরু হয়। পরিবেশবিদরা বলছেন, উত্তরবঙ্গে বনাঞ্চল কমছে। বাড়ছে হাতির সংখ্যা। জঙ্গলে খাবারের অভাবেই লোকালয়ে চলে আসছে হাতিরা। বন দফতরের দাবি, নানা ভাবে হাতি করিডর আটকে যাওয়ায় তারা লোকালয়ে ঢুকে পড়তে বাধ্য হচ্ছে !

  আরও পড়ুন-চলন্ত ট্রেনে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

  First published: