#শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির বিভিন্ন এলাকা ৷ টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমায় ৷ টানা বৃষ্টিতে বুধবার ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক ৷ ব্যহাত যানচলাচল ৷ বাংলা-সিকিমের লাইফ লাইন এই জাতীয় সড়ক ৷ জলমগ্ন থাকায় ব্যাহত বাংলা-সিকিম যোগাযোগ ৷ একমুখী উপায়ে চলছে গাড়ি ৷
ভারী বৃষ্টির জেরে শিলিগুড়িতে জলবন্দি কয়েকশো পরিবার ৷ শিলিগুড়ির বিধাননগরে আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্তরা ৷ পুপিনবাড়ি চা বাগানেও ক্ষতিগ্রস্ত সেতু ৷ পরিস্থিতি মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন ৷ পরিস্থিতি মোকাবিলায় স্পিড বোট ব্যহার করা হচ্ছে ৷ গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিতে বেড়েছে পাহারের বিভিন্ন নদীর জলস্তর।
ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে ৷ জোরকদমে উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণবিলির কাজও চলছে। উদ্ধার করে উঁচু এলাকায় সরানো হয়েছে বহু বানভাসি মানুষকে। বৃষ্টি ক্রমাগত চলতে থাকায় উদ্ধার কাজেও সমস্যা হছে। বৃষ্টির জেরে আজ ১০ নম্বর জাতীয় কালিঝোড়ার কাছে বিশাল ধস নামে। যার ফলে বন্ধ হয়ে গেছে সিকিম যাওয়ার রাস্তা।