Home /News /north-bengal /
Farakka Barrage: পাহাড়ে লাগাতার বৃষ্টি, খোলা হল ফরাক্কা ব্যারেজের ১০৯ গেট! ফের বন্যার আশঙ্কা

Farakka Barrage: পাহাড়ে লাগাতার বৃষ্টি, খোলা হল ফরাক্কা ব্যারেজের ১০৯ গেট! ফের বন্যার আশঙ্কা

ফরাক্কা ব্যারেজে জল বইছে...

ফরাক্কা ব্যারেজে জল বইছে...

টানা কয়েকদিনে ভারী বৃষ্টির জেরে পাহাড়ি জল নামায় গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে খুলে দেওয়া হল ফরাক্কা ব্যারেজের (Farakka Barrage) ১০৯ টি গেট।

  • Share this:

#মালদহ: টানা কয়েকদিনে ভারী বৃষ্টির জেরে পাহাড়ি জল নামায় গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে খুলে দেওয়া হল ফরাক্কা ব্যারেজের (Farakka Barrage) ১০৯ টি গেট। যার ফলে বাড়ছে জলস্তর। সমস্ত গেট খুলে দেওয়ায় পদ্মা ও গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার এ আজাদ স্বামী জানিয়েছেন, 'আপার স্টিমে টানা বৃষ্টিপাতের ফলে জলস্ফীতি বেড়ে যায়। আর সেই কারনেই সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।'

ফরাক্কার গেটগুলি খুলে দেওয়ার ফলে ফরাক্কার গঙ্গা তীরবর্তী বেওয়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর, কুলদিয়ার, বেনিয়া গ্রামে জল ঢুকেছে। অন্যদিকে, পদ্মার জলস্ফীতি বাড়ায় রঘুনাথগঞ্জ ২নং ব্লকের সায়দাপুর অঞ্চলের বয়রা ৭৮নং বি এস এফ ক্যাম্প-সহ বড়শিমুল, চাদপাড়া, বয়রা, মিঠিপুর, নসিপুর, ডিহিপাড়া গ্রাম জলমগ্ন হয়ে পড়ে সকাল থেকে। জলঙ্গীর পদ্মার জলস্ফীতির ফলে সীতানগর, বিশনম্বর, খাসমহল, চর কাকমারী-সহ একাধিক গ্রাম প্লাবিত হয়।

জলে ডুবেছে বিএসএফ ক্যাম্প। ক্যাম্প ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছেন বিএসএফ কর্মীরা। অসুস্থ শিশুকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় খাটিয়ায় চাপিয়ে। দুর্বিষহ অবস্থায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ফিরোজপুর চর-সহ পদ্মা তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চল। নদীতে জলস্তর বেড়েছে। ইতিমধ্যেই ফরাক্কা ব্যারেজের ১০৯টি লকগেট খুলেছে। জল ঢুকেছে পদ্মা তীরবর্তী বিভিন্ন গ্রামে।

মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের জলস্তর বিপদসীমা অতিক্রম করে। তারি জেরে খুলে দেওয়া হলো ফরাক্কা ব্যারেজের সবকটি গেট। ফরাক্কা ব্যারেজের মোট গেট সংখ্যা ১০৯ টি। ১০৯ টি গেট দিয়ে প্রায় ১৬ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানিয়েছেন ফরাক্কার জেনারেল ম্যানেজার।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Farakka, Heavy Rainfall