#কালিম্পং: জল্পনার অবসান ঘটিয়ে বুধবার নতুন দলের ঘোষণা করলেন হরকাবাহাদুর ছেত্রী। নাম জন আন্দোলন পার্টি। এদিন নতুন দল ঘোষণার পর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দিয়েছেন হরকাবাহাদুর। এরপরই, পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার কালিম্পংয়েই সভার আয়োজন করেছে মোর্চা।
বিমল গুরুংয়ের সঙ্গে মতবিরোধের জেরেই গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়েছিলেন হরকাবাহাদুর ছেত্রী। তখনই তাঁর নতুন দলের কথা শোনা গিয়েছিল। তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা হয়েছিল একপ্রস্থ। বুধবার কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডের জনসভায় পাহাড়ের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। হরকাবাহাদুরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কও বেশ ভালো। তৃণমূলের সঙ্গে হরকার ঘনিষ্ঠতার সূত্রেই প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটে কি দুই দল হাত মেলাবে। সম্ভাবনা রয়েছে, এমনই ইঙ্গিত হরকাবাহাদুরের। ভোটের আগে মোর্চায় ভাঙন ধরলে পাহাড়ের রাজনীতি আরও জমে উঠবে। বৃহস্পতিবার একই জায়গায় সমাবেশের ডাক দিয়েছে মোর্চা। হরকার নতুন দল পাহাড়ে বিমল গুরুংদের একাধিপত্যে কতটা থাবা বসাতে পারে, সেটাই দেখার। মোর্চার কর্মী হিসেবে পরিচিত ২০টি পরিবার নয়া দলে যোগ দিয়েছে।