#শিলিগুড়ি: অনীত থাপাকে চাপে ফেলতে ঘুরিয়ে জিটিএ-র ময়দানে গুরুং? জিটিএ নির্বাচনে লড়ছে গুরুং অনুগামীরা! দল না লড়লেও দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ের একাধিক আসন থেকে লড়ছেন। দলীয় সভাপতি বিমল গুরুংয়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অনেকেই। দল ছেড়েছেন কার্যকরি সভাপতি লোপসাং লামাও! জিটিএ ভোটের বিরোধিতায় আমরণ অনশনে বসেন গুরুং। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে সিকিমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুরুং। এরই মাঝে আজ শেষ দিনে মনোনয়ন জমা দিলেন একাধিক গুরুং অনুগামী।
প্রাথমিভাবে জানা যাচ্ছে, কালিম্পং থেকে লড়ছেন ৬ জন। দার্জিলিং থেকে ৩ জন। দলত্যাগী কার্যকরি সভাপতি লোপসাং লামা জানান, '' আমরা জিটিএ-র বিরোধী। তাই নির্বাচনে জিতে এসে সভায় এর বিরোধিতা করতে চান। দল লড়ছে না। তাই পদত্যাগ করেই নির্বাচনে লড়ছি।'' ৪৫ নং আসন থেকে তিনি লড়ছেন নির্দল প্রার্থী হিসেবে। অন্যদিকে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানান, জিটিএ ভোটে তাঁরা লড়ছেন না। যাঁরা লড়ছেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি।
বিরোধিতার পরও গুরুং ঘনিষ্ঠদের জিটিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরগরম পাহাড়ের রাজনৈতিক মহল। জিটিএ-র নির্বাচনে অনীত থাপার দলের সঙ্গেই মূল লড়াই, মনোনয়ন জমা দিয়ে জানালেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। আজ ৪৫ আসনেই মনোনয়ন জমা দেন হামরো পার্টির প্রার্থীরা। দার্জিলিং পুরসভা জয়ের পর জিটিএ জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসের সুর এডওয়ার্ডের গলায়। ক্ষমতা দখল করলে রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলবেন বলে জানান তিনি। পাশাপাশি, নাম না করে অনীতের দলকে খোঁচা দিয়ে বলেন, '' টিএমসির সঙ্গে জোট করে লড়ছে, তবু পরিষ্কার করে বলছে না। আমরা এককভাবেই লড়ছি। আমাদের জোট পাহাড়বাসীর সঙ্গে। জিটিএ-কে দূর্ণীতিমুক্ত করাই লক্ষ্য।''
শুক্রবার দার্জিলিংয়ে মনোনয়ন জমা দেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারণ সম্পাদক অমর লামা, অলোককান্ত মণি থুলুং-রা। অনীত থাপা নিজে মিছিল করে আসেন জেলাশাসকের দফতরে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অলোককান্ত মণি থুলুং, '' প্রতিপক্ষ কেউ নেই। জেতার জন্যেই ভোটে লড়ছি আমরা। হামরো পার্টি কি বললো, তা নিয়ে ভাবছি না।'' বললেন অলোককান্ত মণি।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: GTA