#শিলিগুড়ি: বাংলায় আসা ইস্তক হটস্পট এলাকা পরিদর্শনে রাজ্য প্রশাসন তাঁদের সাহায্য করছে না বলে অভিযোগ তুলেছে কেন্দ্রের প্রতিনিধি দল৷ যদিও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বারবারই বলছেন, কেন্দ্রের দল যেখানে যেতে চেয়েছে, পরিদর্শনে সাহায্য করেছে প্রশাসন৷ এ হেন পরিস্থিতিতে শনিবার মুখ্যসচিবকে কড়া চিঠি দিলেন উত্তরবঙ্গে কেন্দ্রীয় দলের প্রধান বিনীত জোশী৷ আজ রাজ্য প্রশাসনের প্রতিনিধি ছাড়াই শিলিগুড়িতে পরিদর্শনে বেরিয়ে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ সকাল ১০টা ৪০-এ শিলিগুলি রেগুলেটেড মার্কেট পরিদর্শন করেন তাঁরা৷ পরের গন্তব্য কালিম্পং৷
উত্তরবঙ্গে করোনা মোকাবিলা পরিস্থিতি পরিদর্শনে যাওয়া কেন্দ্রীয় দলের অভিযোগ, রাজ্য সরকারের প্রতিনিধিদের আসতে দেরি হওয়ায় পরিদর্শনে যেতে দেরি হচ্ছে তাঁদের৷ মুখ্যসচিবকে চিঠিতে আরও লিখেছেন, লকডাউন কঠোর ভাবে কার্যকর করতে হবে৷ উত্তরবঙ্গে পরিদর্শনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিনিধিদলের অভিযোগ, দার্জিলিঙের জেলাশাসক কোনও তথ্য দেননি৷ ডিভিশনাল কমিশনার কোনও তথ্য দেননি৷ দার্জিলিঙের সিএমওএইচও সহযোগিতা করছেন না৷ প্রয়োজনীয় তথ্যের ব্যবস্থা করতে মুখ্যসচিবকে অনুরোধ করে চিঠি দিয়েছেন বিনীত জোশি৷
যবে থেকে কেন্দ্রীয় দল রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলা পরিস্থিতি দেখতে এসেছে, তবে থেকেই নানা ইস্যুতে রাজ্য সরকারে সঙ্গে সংঘাত দেখা দিয়েছে৷ সম্প্রতি বাঙুর হাসপাতালের করোনা ওয়ার্ডের একটি ভিডিও ভাইরাল হয়৷ যদিও News18 Bangla ভিডিওটির সত্যতা যাচাই করেনি৷ ওই ভিডিও দেখা গিয়েছিল, মৃত্যুর পরেও আইসোলেশন ওয়ার্ডের মধ্যে দেহ পড়ে রয়েছে। করোনা রোগীর থেকে মাত্র কয়েক হাত দূরেই। এই ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার বাঙ্গুর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিল কেন্দ্রীয় দল।
ইতিমধ্যেই করোনা হাসপাতালগুলির নানা খামতি দূর করতে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown