মাথাভাঙা: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দিল জিসিপিএ সংগঠন। সোমবার দুপুরে মাথাভাঙা বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন দেয় জিসিপিএ নেতৃত্ব। দীর্ঘ সময় ধরেই বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে ধারাবাহিক ভাবে এই আন্দোলন চালিয়ে আসছে জিসিপিএ সংগঠন। তবে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বকেয়া বিদ্যুৎ বিলের।
জিসিপিএ নেতৃত্বদের অভিযোগের, "মাথাভাঙা ১ নং ব্লকের জিসিপিএ এর নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করেছে মাথাভাঙা বিদ্যুৎ দফতর। বিদ্যুৎ বিল না প্রদানের জন্যই এই মামলা করা হয়েছে। এর আগেও এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল বিদ্যুৎ দফতরে। কিন্তু, আখেরে কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন আবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মাথাভাঙা শহরে মিছিল করে বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দেওয়া হয়।"
জিসিপিএ সংগঠনের এক নেতৃত্ব পরিমল বর্মন বলেন,"ভারত ভুক্তির চুক্তি অনুযায়ী একসময় কোচবিহার রাজ্য ছিল। কিভাবে রাজ্যটি জেলাতে পরিণত হল সে বিষয়টি আগে পরিষ্কার করতে হবে। এছাড়াও গ্রেটারদের বিদ্যুৎ বিলের মধ্যে ছাড় প্রদান করতে হবে। কারণ তারা কোচবিহারের রাজ আমলের বাসিন্দা। যতদিন পর্যন্ত এই সমস্ত বিষয় নিয়ে বিদ্যুৎ দফতর কোন পদক্ষেপ গ্রহণ করবে না। ততদিন পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল দেওয়া হবে না।"
আরও পড়ুনঃ Cooch Behar News: মুহূর্তে বদলে গেল বসন্ত উৎসবের আবহ, কলেজে ভয়ঙ্কর কাণ্ড!
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই জিসিপিএ এর এক নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে বিদ্যুৎ বিল বয়কটের ডাক দিয়েছে জিসিপিএ সংগঠন। তাই ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জিসিপিএ নেতৃত্বরা। তবে জিসিপিএ দেওয়া এদিনের ডেপুটেশনের বিষয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগামীদিনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর সকল দাবি পূরণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেওয়া হয়েছে।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।