#শিলিগুড়ি: শহরজুড়ে বাড়ছে আক্রান্তের গ্রাফ। কিছুতেই নামছে না গ্রাফ। এবারে করোনা আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। লকডাউনের প্রথম দিন থেকেই ছিলেন রাস্তায়। রেশনে চাল বন্টন থেকে উত্তরবঙ্গ মেডিকেল ও শিলিগুড়ি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতিনিয়ত বৈঠক করে এসছেন। ছুটে গিয়েছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরের অন্য জেলার স্বাস্থ্য পরিকাঠামোরও খোঁজখবর নেওয়ার পাশাপাশি বৈঠকও করেন। করোনাকালে সদা নিজেকে ব্যস্ত রেখেছিলেন। স্বাস্থ্য দফতরের সঙ্গে অন্য দফতরের মধ্যে সমন্বয় সাধন করে কাজ চালিয়ে আসছিলেন। আনলকে রাজনৈতিক কর্মসূচী শুরু হতেই যোগ দেন। একাধিক রাজনৈতিক সভা করেছেন। হেঁটেছেন দলীয় মিছিলে। যোগ দেন সরকারী নানা বৈঠকেও। বেশ কয়েকবার কলকাতা সফরও করেছেন।
আজই কলকাতা থেকে ফেরেন তিনি। বিকেলের দিকে ফাঁসিদেওয়া এবং খড়িবাড়ি ব্লকের দলীয় নেতৃত্বদের নিয়ে ঘোষপুকুর কলেজে সাংগঠনিক বৈঠকেও যোগ দেন। বৈঠকের পরই শারিরীক অসুস্থতা বোধ করায় এন্টিজেন টেস্ট করান মন্ত্রী। রিপোর্ট পজিটিভ আসায় রাতেই শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে মন্ত্রীকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। মন্ত্রীর শারিরীক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কাল আবার সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে। দিন কয়েক আগেই এই বেসরকারী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তার আগে সুস্থ হন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্যও। মন্ত্রীর সুস্থতার কামনায় তাঁর পরিবার সহ বিরোধী শিবিরের নেতারাও। দলীয় নেতা, কর্মীরাও দ্রুত আরোগ্য কামনা করছেন। অন্যদিকে জেলাজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড এবং দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৪২ জন। যার মধ্যে পুর এলাকাতেই ৪৫ জন। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ উঠছে, আশঙ্কা করের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।
PARTHA PRATIM SARKAR