#চাকুলিয়া: কোভিড টেস্টের জন্য লালারসের নমুনা পরীক্ষা নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। লালারসের নমুনা ছাড়াই করোনা টেস্টের রিপোর্ট পজ়িটিভ এল চার ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর-২ বক্লের বেলন গ্রাম পঞ্চায়েতের চাপর, রামপুর, চাঁদনি চক এলাকায়।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন,তাঁর কাছে এ ধরণের অভিযোগ এসেছে।ঘটনার তদন্তের পাশাপাশি যে চারজনের রিপোর্ট নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তাঁদের পুনরায় লালারস সংগ্রহ করা হবে।
গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না জানতে করোনা পরীক্ষার জন্য গত ১১ অগাস্ট মোট ৮০ জনের নাম দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফে। তাঁদের মধ্যে ৭৩ জনের টেস্ট করা হয়েছিল। বাকি ৭ জনের লালারস সংগ্রহ করা হয় নি । যাঁদের লালারস পরীক্ষা হয়নি তাঁদের মধ্যে ৪ জনের করোনা রিপোর্ট পজ়িটিভ আসায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।পঞ্চায়েতের তরফ থেকে চাকুলিয়ার বিডিও কাছে আবেদন অভিযোগ করা হয়েছে। জেলা স্বাস্থ্যদফতরের কাছে অভিযোগ আসার পরই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।সেই সঙ্গে যে চারজনের রিপোর্ট নিয়ে বিভান্তি দেখা দিয়েছে তাদের পুনরায় লালারস পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
উত্তম পাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus